HomeBharatভিস্তারা সহ ৩২ টি বিমানে বিষ্ফোরণের হুমকি, আতঙ্কে যাত্রীরা

ভিস্তারা সহ ৩২ টি বিমানে বিষ্ফোরণের হুমকি, আতঙ্কে যাত্রীরা

- Advertisement -

একদিনে বোমাতঙ্কের হুমকি পেল দেশের ৩২ টি বিমান। এই ঘটনাটি সামনে আসতেই রীতিমতো আতঙ্ক ছড়ায় দেশের প্রায় প্রতিটি বিমানবন্দরে। ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যহত হয় বিমান চলাচল। 

১৪ দিন পর অনশনকারীদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, অনশনমঞ্চে হাজির স্বরাষ্ট্রসচিব-মুখ্যসচিব

   

ভিস্তারার (Vistara Airlines )একটি বিমান দিল্লি থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট যাওয়ার সময় বোমা বিস্ফোরণের হুমকি পায়। তারপরই বিমানটিকে এমারজেন্সি অবতরন করিয়ে তল্লাশি চালায় নিরাপত্তাকর্মীরা।

অনশন প্রত্যাহারের শর্তেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

ভিস্তারা ছাড়াও, আকাসা এয়ার, স্পাইস জেট, স্টার এয়ার ও ইন্ডিগো সহ একাধিক বিমানসংস্থা এই বোমাতঙ্কের হুমকি পেয়েছে। যদিও সেইসমস্ত হুমকি পরে মিথ্যে বলেই প্রমাণিত হয়েছে। তবে এই ঘটনায় ১৭ বছর বয়সি ছত্তিশগড়ের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধ নিতেই তিনি এমনটা করেছে বলে দাবি করে ওই কিশোর।

লক্ষ্যভেদের ক্ষমতা হারিয়ে উপনির্বাচনেও বিজেপির বাতিলের খাতায় অর্জুন?

অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে ভারতের আকাশকে যাত্রীদের জন্য সম্পূর্ণ নিরাপদ বলেই জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের জুলফিকর হাসান।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular