কমবে যাত্রী হয়রানি, রাজ্যের ২ বড় স্টেশনে বাড়ল প্ল্যাটফর্ম সংখ্যা

রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। নিত্য রেল যাত্রীদের সুবিধার্থে এবার ২টি রেল স্টেশন উপহার দিল কেন্দ্রের মোদী সরকার। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনিতে যে হারে…

রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। নিত্য রেল যাত্রীদের সুবিধার্থে এবার ২টি রেল স্টেশন উপহার দিল কেন্দ্রের মোদী সরকার। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনিতে যে হারে রেল যাত্রীর সংখ্যা বাড়ছে, সেদিকে খেয়াল রেখে ভারতীয় রেলও কিছু না কিছু করে চলেছে। এবারও তার ব্যতিক্রম হল না।

রাজ্যের এক বড় রেল স্টেশনে দুটি নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেদ্র মোদী। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্র রাজ্যের জন্য সুরক্ষিত রেল পরিকাঠামোর লক্ষ্যে লোকমান্য তিলক টার্মিনাস স্টেশনে ২টি নতুন প্ল্যাটফর্ম দেওয়া হল। ৬০০ মিটার লম্বা নতুন সম্পূর্ণ আচ্ছাদিত প্ল্যাটফর্ম। এই দুই প্ল্যাটফর্মে রয়েছে আচ্ছাদিত শেড় এবং ওয়াশেবল অ্যাপ্রন। সেইসঙ্গে যাত্রীদের হাঁটাচলার সুবিধার্থে রয়েছে ৬ মিটার চওড়া ফুট ওভারব্রিজের সম্প্রসারণ।

   

May be an image of 1 person, train and text

শুধু তাই নয়, মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস স্টেশনেও ২টি নতুন প্ল্যাটফর্ম জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এই দুই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৩৮২ মিটার বৃদ্ধি। এছাড়াও আচ্ছাদিত শেড এবং ওয়াশেবল আপ্রন।

May be an image of 1 person and text

১০ ও ১১ নম্বর প্ল্যাটফর্ম পেয়েছে এই বিখ্যাত রেল স্টেশনটি। এই দুই প্ল্যাটফর্মে বেশি কামরার ট্রেন দাঁড়াতে সক্ষম হবে। যাত্রীদের সহজে ট্রেনে ওঠানামার জন্য আরও বেশি জায়গা থাকবে। সেইসঙ্গে যাত্রীদের ভিড়ও কমবে। সর্বোপরি যাত্রী চলাচলে উন্নতি হবে।