গুয়াহাটি: অসম-পুত্র জুবিনের (Zubeen Garg) মৃত্যুতে শোকাহত সমগ্র রাজ্য। প্রাথমিকভাবে ‘স্কুবা-ডাইভিং দুর্ঘটনা’-কেই মৃত্যুর কারণ মনে করা হলেও প্রখ্যাত সঙ্গীতশিল্পীর মৃত্যুর পেছনে ‘রহস্য’-এর গন্ধ পাচ্ছেন তাঁর ভক্তরা। এই নিরিখে ২৩ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় শেখরজ্যোতি গোস্বামীকে।
এছাড়াও জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মহন্তের বাড়িতে তল্লাশি চালানো হয়। এই দুজনের বিরুদ্ধে ‘লুক-আউট’ নোটিশ জারি করা হয়েছে, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। সেইসঙ্গে শনিবার একটি ভিডিও বার্তায় সিদ্ধার্থ এবং শ্যামকানুকে আগামী ৬ অক্টোবরের মধ্যে সিআইডির (CID) কাছে আত্মসমর্পণ করার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।
তা না হলেও আরও নিবিড় তল্লাশি অভিযান চালাবে পুলিশ বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “এটা জুবিনের অসম, আমরা একে নেপাল হতে দেব না। মানুষ জুবিনের মৃত্যুর বিচার চায় মানুষ। আমরা মানুষের ভাবাবেগ বুঝতে পারছি। কিন্তু সহিংসতা হতে দেব না”।
বিশেষ তদন্তকারী দলের র্যাডারে একাধিক নাম
জুবিন গর্গের মৃত্যুর রহস্যের সমাধান করতে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT)। তদন্তকারী দলের সূত্রে খবর, ইতিমধ্যেই সিদ্ধার্থ, শ্যামকানু ছাড়াও সিঙ্গাপুর-স্থিত দেবজ্যোতি হাজারিকা, তন্ময় ফুকন, ভাস্কর দত্ত, ওয়াজিদ আহমেদ, সিদ্ধার্থ বোরা, অভিমন্যু তালুকদার, রূপকমল সাইকিয়া, পরীক্ষ শর্মাকে ৬ অক্টোবরের মধ্যে গুয়াহাটিতে হাজিরা দেওয়ার জন্য সমন জারি করা হয়েছে।
তদন্ত আধিকারিকেরা জানিয়েছিলেন, মহন্তের ব্যাংক অ্যাকাউন্ট, প্যান-লিঙ্কযুক্ত উপকরণ এবং ক্রেডিট কার্ড জব্দ করা হয়েছে। শর্মার ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, তদন্ত চলাকালীন এই দুই ব্যক্তি যাতে বেশিদিন বিদেশে থাকতে না পারেন, সেইজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।