“আন্দোলন হবে”! বঙ্গে SIR-এর ডঙ্কা বাজতেই হুঁশিয়ারি কুণালের

কলকাতা: ভোটমুখী পশ্চিমবঙ্গ সহ দেশের ১২ টি রাজ্যে বেজে গিয়েছে SIR-এর ডঙ্কা। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) ঘোষণার পরেই জনগণকে শান্ত থাকার এবং “বিজেপির ফাঁদে” না পড়ার আহ্বান জানান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে রাজ্যের ‘এলিজেবল ভোটারদের’ তালিকা থেকে নাম মুছে ফেলার চক্রান্ত হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে আসছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার সোমবারের ঘোষণার পর “গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ”-এর ডাক দিলেন ঘাসফুলের মুখপাত্র কুণাল ঘোষ (KUnal Ghosh)।

   

তিনি বলেন, “যদি কোনও যোগ্য ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়, তাহলে প্রতিবাদ করা হবে। ভোটার তালিকা সংশোধনে আমাদের কোনও আপত্তি নেই, তবে এর নামে বিজেপির চক্রান্তে যদি কোনও যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ যায়, তাহলে গণতান্ত্রিক ভাবে আন্দোলনে নামবে তৃণমূল”।

তিনি আরও বলেন, “আমরা সকলকে শান্ত থাকার এবং বিজেপির ফাঁদে না পড়ার জন্য অনুরোধ করব। শুধু মনে রাখবেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জনগণের সাথে আছেন”।

“অবৈধ ভোটারদের উপড়ে ফেলা হবে”, বললেন শুভেন্দু

অন্যদিকে, বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর পশ্চিমবঙ্গেও অবৈধ ভোটার এবং ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ মুক্ত নির্বাচনের দাবীতে SIR-এর পক্ষে সুর চড়িয়ে এসেছে বঙ্গ-বিজেপি। এদিন নির্বাচন কমিশনের ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিষ্ঠ বিজেপি নেতা তথা বিধানসভার প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “কোনও অবৈধ ভোটারকে রেয়াত করা হবে না। যারা বৈধ ভোটার তাদের ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু অনুপ্রবেশকারী, যারা তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্ক, তাদের উৎখাত করা হবে।”

৪ নভেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় দফার SIR

ভোটমুখী পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হবে আগামী ৪ নভেম্বর। এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “এই প্রক্রিয়ার মাধ্যমে যেন কোনও অবৈধ ভোটার তালিকায় স্থান না পান এবং বৈধ ভোটাররা যেন বাদ না পড়েন, তা নিশ্চিত করা হবে”। তিনি আরও জানান, দ্বিতীয় দফায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে (SIR) মোট ৫২ কোটি ভোটার অংশগ্রহণ করবেন।

৪ নভেম্বর থেকে গণনা প্রক্রিয়া শুরু হবে, ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। যে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই মহড়া অনুষ্ঠিত হবে সেগুলি হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এরমধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালায় ২০২৬-এ বিধানসভা নির্বাচন হবে।

সামনের বছর অসমে বিধানসভা নির্বাচন থাকলেও সেখানকার SIR আলাদাভাবে ঘোষণা করা হবে। উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে এই নিয়ে নবমবার দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন হতে চলেছে। এর আগে ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে এটি অনুষ্ঠিত হয়েছিল। উল্লেখযোগ্যভাবে, পশ্চিমবঙ্গে সর্বশেষ ২০০২ সালে SIR অনুষ্ঠিত হয়েছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন