জালিয়ানওয়ালাবাগ স্মৃতিসৌধে নেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) মূর্তি। এমনকি ভবিষ্যতে তাঁর মূর্তি বসানোর কোনও পরিকল্পনাও নেই সরকারের। সম্প্রতি এই তথ্য সংসদে জানিয়েছে সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন- জালিয়ানওয়ালাবাগের মেমোরিয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও মূর্তি রয়েছে কিনা? তাতে সরকারের তরফে জানানো হয়, না রবি ঠাকুরের কোনও মূর্তি নেই। পাশাপাশি, মূর্তি বসানোর পরিকল্পনাও নেই।
এই প্রসঙ্গ টেনে বিজেপি সরকারকে কটাক্ষ করেন ঋতব্রত। তিনি জানান, জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে যিনি ব্রিটিশদের দেওয়া ‘নাইট’ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকেই সেখানে স্মরণ করা হচ্ছে না। এ ঘটনা শুধু দুঃখজনক নয়, বাঙালির আত্মমর্যাদা এবং স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদানের প্রতি চরম অবমাননা।
রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলা দখলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। তবে তার আগেই ‘বাঙালি গর্ব’ ও ‘বাংলা ইস্যু’-তে চাপে পড়েছে গেরুয়া শিবির। এর আগেও বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে বিজেপি সরকারকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। একুশে জুলাইয়ের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে একযোগে সরব হন। এখন রবীন্দ্রনাথ ইস্যুতে সেই রাজনৈতিক চাপ আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।