আলোচনার প্রশ্নই নেই! অস্ত্র ছাড়ো, আত্মসমর্পণ করো: মাওবাদীদের সাফ বার্তা শাহের

রাইপুর: ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে ভারতকে নকশাল (Naxals) মুক্ত করার ঘোষণা করে রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর নির্দেশে ছত্তিসগড়ে নিরন্তর অভিযান চালাচ্ছে নিরাপত্তা…

রাইপুর: ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে ভারতকে নকশাল (Naxals) মুক্ত করার ঘোষণা করে রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর নির্দেশে ছত্তিসগড়ে নিরন্তর অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। শনিবার ছত্তিসগড়ের বাস্তার জেলার জগদ্দলপুরের ‘বাস্তার দশেরা লোকোৎসব’ এবং ‘স্বদেশী মেলা’-য় মাওবাদীদের উদ্দেশ্যে সাফ বার্তা দিলেন অমিত শাহ।

Advertisements

এদিন তিনি বলেন, “আমাকে অনেকেই নকশালদের সঙ্গে আলোচনা করেছেন। আমি মাওবাদীদের (Maoist) সোজা কথা বলছি, আলোচনার কিছুই নেই। আত্মসমর্পণ করে সরকারের লোভনীয় প্রকল্পের সুবিধা ভোগ করুন”। সেইসঙ্গে তিনি আরও বলেন, “আপনারা যদি অস্ত্র তুলে নেন এবং বাস্তারের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেন, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী, CRPF (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) এবং ছত্তিশগড় পুলিশ উপযুক্ত জবাব দেবে। ৩১শে মার্চ, ২০২৬, এই দেশ থেকে নকশালবাদকে বিদায় জানানোর দিন।”

   

“আমি আমার সকল উপজাতি ভাইবোনদের বলতে চাই যে তারা তাদের গ্রামের যুবকদের অস্ত্রত্যাগ করতে উৎসাহিত করুন। তাদের সহিংসতা ত্যাগ করে মূলধারায় যোগদান করা উচিত এবং বাস্তারের উন্নয়নের অংশ হওয়া উচিত”, বলেন অমিত শাহ (Amit Shah)। প্রসঙ্গত, সম্প্রতি নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ভেনুগোপাল ওরফে সোনু অস্ত্র ত্যাগ করার আহ্বান এবং তেলেঙ্গানা-ভিত্তিক নাগরিক সমাজের সংগঠনগুলি নকশালদের সাথে আলোচনা শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বানের পরেই এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আগামী ৩১ মার্চের মধ্যে বাস্তারকে লাল-সন্ত্রাস মুক্ত করতে দান্তেশ্বরী মায়ের মন্দিরে নিরাপত্তাবাহিনীর জন্য প্রার্থনা করেছেন বলেও জানান অমিত শাহ। তিনি বলেন, “দিল্লির কিছু লোক বছরের পর বছর ধরে ভুল তথ্য ছড়িয়ে দিয়ে আসছে যে নকশালবাদের জন্ম উন্নয়নের লড়াইয়ের জন্য। কিন্তু আমি আমার আদিবাসী ভাইদের বলতে এসেছি যে সমগ্র বাস্তার উন্নয়ন থেকে বঞ্চিত। এর মূল কারণ নকশালবাদ (Naxals)।”

তিনি আরও বলেন, “আজ, ভারতের প্রতিটি গ্রামে বিদ্যুৎ, পানীয় জল, রাস্তা, প্রতিটি বাড়িতে শৌচাগার, ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা এবং ৫ কেজি বিনামূল্যে চাল পৌঁছেছে কিন্তু বাস্তার এই ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত”। ছত্তিশগড় সরকার দেশের মধ্যে সেরা আত্মসমর্পণ নীতি তৈরি করেছে। এক মাসে ৫০০ জনেরও বেশি মানুষ আত্মসমর্পণ করেছে। সকলের আত্মসমর্পণ করা উচিত। একটি গ্রাম নকশালমুক্ত হওয়ার সাথে সাথে ছত্তিশগড় সরকার উন্নয়নের জন্য ১ কোটি টাকা দেবে। নকশালবাদ কারও উপকারে আসবে না,” বলেন শাহ। প্রসঙ্গত, পুলিশের গুলির সামনে ‘আদর্শ’ ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরছেন অনেক নকশাল নেতা। সম্প্রতি মাওবাদীদের আত্মসমর্পণের ঘটনায় আলোড়ন তোলেন কিষেনজির স্ত্রী পঠুলা পদ্মাবতী। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা।