“তেজস্বী ছাড়া গতি নেই”, বিহার নির্বাচনে কংগ্রেসের ভরসা RJD

পাটনা: বিহারে বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) দামামা বেজে গিয়েছে। এনডিএ (NDA) শরীক জেডিইউ (JDU) সরকারকে হারিয়ে ক্ষমতায় আসতে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। আসন্ন নির্বাচনে…

পাটনা: বিহারে বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) দামামা বেজে গিয়েছে। এনডিএ (NDA) শরীক জেডিইউ (JDU) সরকারকে হারিয়ে ক্ষমতায় আসতে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। আসন্ন নির্বাচনে ক্ষমতা দখলের লড়াইয়ে আরজেডির (RJD) উপরেই ভরসা রাখছে কংগ্রেস। বর্ষীয়ান কংগ্রেস (Congress) সাংসদ অখিলেশ প্রসাদ সিং বলেন, “মহাগাঁঠবন্ধনের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তেজস্বীর কোনও বিকল্প নেই”।

সেইসঙ্গে সাংসদ আরও বলেন, বিহারের উন্নয়ন এবং পরিবর্তন মানেই তেজস্বী যাদব। ইন্ডিয়া জোটের সব দলকে একত্রিত হয়ে তেজস্বীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান কংগ্রেস সাংসদ অখিলেশ সিং। প্রসঙ্গত, বিহারে নির্বাচনের জমি মজবুত করতে আগস্ট মাসে টানা ১৬ দিন কাঁধে কাঁধ মিলিয়ে ভোটার অধিকার যাত্রা করেছেন রাহুল-তেজস্বী।

   

ভোট চুরি, এসআইআর (SIR)-এর নামে ভোটার তালিকা থেকে নাম মুছে দেওয়ার মত শাসকদল সহ বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন তাঁরা। পাশাপাশি, রাহুলের যাত্রা শেষ হওয়ার পর বিহার অধিকার যাত্রায় নেমেছেন তেজস্বী যাদব। দুর্নীতি, বেকারত্ব, অপরাধ, আর্থিক তছরুপী সহ নীতিশ-সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগে বিভিন্ন জেলায় মিছিল করছে তিনি।

Advertisements

বিজেপির “কলম” কটাক্ষ

বিহার অধিকার যাত্রা থেকে কলম বিতরণ করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এই নিয়ে বেগুসরাই থেকে লালু-পুত্রের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, “তেজস্বী কলম বিতরণ করছেন না, বরং ছুঁড়ছেন! অন্যদের কলম বিতরণ করার আগে তেজস্বীর নিজের কলমের সঠিক ব্যবহার শেখা উচিৎ। তারপর অন্যদের শিক্ষা দেওয়ার কথা বলা উচিৎ।” পাশাপাশি, গিরিরাজ সিং আরও বলেন, “আসলে যারা নিজেরাই চোর, তাঁরা আশেপাশের প্রত্যেককে চোর সন্দেহ করে”।