BJP: আলমারি থেকে উধাও লক্ষ লক্ষ টাকা, বিজেপি সাংসদের মাথায় হাত!

হেভিওয়েট বিজেপি (BJP) সাংসদের বাড়িতে চুরি ঘিরে তুমুল শোরগোল। মহারাষ্ট্রের অমরাবতী লোকসভার বিজেপি প্রার্থী তথা সাংসদ নভনীত রানার বাড়ি থেকে ২ লক্ষ টাকা চুরির ঘটনা…

Navneet-Rana-BJP

হেভিওয়েট বিজেপি (BJP) সাংসদের বাড়িতে চুরি ঘিরে তুমুল শোরগোল। মহারাষ্ট্রের অমরাবতী লোকসভার বিজেপি প্রার্থী তথা সাংসদ নভনীত রানার বাড়ি থেকে ২ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ, সাংসদের খারের ফ্ল্যাট থেকে তাঁর পরিচারক অর্জুন মুখিয়ে সেই টাকা চুরি করেছে। খার থানার পুলিশ মামলা রুজু করেছে। ওই পরিচারকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

নভনীত রানার স্বামী রবি রানা অমরাবতীর নির্দল সাংসদ। রবির আপ্ত-সহায়ক সন্দীপ সাসে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। বাড়ির খরচের জন্য টাকা পয়সা দিত রানা। ফ্ল্যাটের বেড রুমের একটি আলমারিতে সেই টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র রাখা থাকত। সেই আলমারির চাবি পাশের একটি হ্যাঙ্গারে রাখা থাকত।

   

ফেব্রুয়ারি মাসে রবি রানা সংসারের খরচ চালানোর জন্য সাসেকে প্রায় ২ লক্ষ টাকা দিয়েছিলেন। বেড রুমের থাকা আলমারিতেই সেই টাকা রাখা ছিল। ১০ মাস আগে অর্জুন মুখিয়াকে পরিচারকের কাজে নিযুক্ত করে রানা। অর্জুন বিহারের দ্বারভাঙার বাসিন্দা। ওই টাকা চুরির প্ল্যান আগে থেকেই ফেঁদে রেখেছিল অর্জুন মুখিয়া।

Swati Maliwal: কেজরির বাড়িতে স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগ মানল আপ, কড়া পদক্ষেপের আশ্বাস

অভিযোগ, মার্চের দ্বিতীয় সপ্তাহে হোলির সময় সেই টাকা চুরি করে গ্রামের বাড়িতে চলে যায় অর্জুন। পরিবারের সঙ্গে দেখা করার জন্য ছুটি নিচ্ছে বলে জানিয়ে যায় রবি রানাকে। এর পর থেকেই তাঁর সঙ্গে মোবাইলে আর যোগাযোগ করা যায়নি। শুধু তাই নয়, বিহারের গ্রামের বাড়ি থেকে আর মুম্বইয়ে ফিরেও আসেনি মুখিয়া।

প্রথমে চুরির বিষয়টি সামনে আসেনি। কিন্তু মে মাসে ১৩ তারিখ সাসে ওই আলমারি খোলেন। সেই সময় দেখেন, ২ লক্ষ টাকা সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। এর পর তিনি রবি রানাকে জানান, পরিচারক অর্জুন মুখিয়াই সম্ভবত ওই টাকা চুরি করে গ্রামে চলে গিয়েছে। এর পর সাসে খার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

Suvendu Adhikari: শুভেন্দু গড়ে বিরাট ধাক্কা! তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে পারেন ৭ বারের কাউন্সিলর

সম্প্রতি নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে বিজেপির সাংসদ নভনীত রানার বিরুদ্ধে। মামলাও দায়ের হয়। এক জনসভায় বিজেপি নেত্রী বলেছিলেন, রাহুল গান্ধীকে ভোট দেবেন না। কংগ্রেসকে ভোট দেওয়া মানে পাকিস্তানের পক্ষে ভোট দেওয়া। এই মন্তব্যে ঘিরে বিতর্কের ঝড় ওঠে।

ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় সাইবারাবাদ পুলিশ কমিশনারেটের শাদনগর থানায় অভিযোগ দায়ের হয় বিজেপির এই মহিলা সাংসদের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড টিম ৯ মে রানার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, রানার বক্তব্যে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে।

Suvendu Adhikari: ‘জেলে যাচ্ছেন আরেক তৃণমূল বিধায়ক’, নাম বলে দিলেন শুভেন্দু

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে চার দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।