কলকাতা: যোগীরাজ্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ঝড়ের হাওয়ায় উড়ে গেছে ৭০ ফুটের দুর্গা পুজোর মন্ডপ! কাটরা সামিয়া মাই পার্কের প্যান্ডেলের কাপড় খুলে গিয়ে রাস্তার উপর পড়ে আছে কঙ্কালসার বাঁশের কাঠামো। এই ‘অঘটন’ কি “মা দুর্গার ঐশ্বরিক ক্রোধের ফল? নাকি একজন গেরুয়া ধারী ভোগীকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে রাখার অভিশাপ?” বলে বিজেপির বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়লেন তৃণমূল কংগ্রেসের (TMC) আইটি (IT) শাখার কর্মী নীলাঞ্জন দাস।
https://x.com/NilanjanDasAITC/status/1971825017475551308
বোধনের আগেই কলকাতায় মা দুর্গার আরতি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তার ফলেই কি দেবী দুর্গার রোষের মুখে পড়ল যোগী রাজ্যের পুজো মন্ডপ? বলে তোপ দেগেছেন তৃণমূলের যুব-কর্মী। শনিবার নিজের এক্স (X) হ্যান্ডেলে ঘটনার একটি ভিডিও শেয়ার করে অমিত শাহ (Amit Shah) এবং বিজেপিকে (BJP) কার্যত তুলোধোনা করেন নীলাঞ্জন।
কলকাতায় স্বরাষ্ট্র মন্ত্রীর পুজো উদ্বোধন
শুক্রবার সজল সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অপারেশন সিঁদুর থিমের পুজো মন্ডপের প্রদীপ জেলে উদ্বোধনের পর প্রতিমার মঙ্গল আরতিও করেন তিনি। মন্ডপে পৌঁছনর আগেই শাহের পোস্টার গায়েব হওয়া নিয়ে দিনভর চলে তৃণমূল-বিজেপি তরজা।
গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কালীঘাট মন্দিরও দর্শন করেন অমিত শাহ। তিনি বলেন, “আমি মা দুর্গার কাছে প্রার্থনা করেছি, ২০২৬-এ সেই দলই যেন ক্ষমতায় আসে যারা সোনার বাংলা গড়ার ক্ষমতা রাখে। আমরা চাই বাংলা আবার সুরক্ষিত হোক”। পশ্চিমবঙ্গের মানুষকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানানোর পাশাপাশি, মঙ্গলবার বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ১০ জনের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানান অমিত শাহ।
পিতৃপক্ষে মমতার পুজো মন্ডপ উদ্বোধন নিয়ে সরব হয়েছিল BJP
মহালয়ার আগের দিনই কলকাতার তিনটি নামজাদা পুজো মন্ডপ উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পিতৃপক্ষে শুভানুষ্ঠানের সূচনা করা যায়না বলে সরব হয়েছিল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতার এই আরচণকে “হিন্দু ধর্মের উপর আঘাত” বলে উল্লেখ করেছিলেন।
পরে পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করেননি। মন্ডপ উদ্বোধন করেছেন। পুজো উদ্বোধন করা কারও পক্ষেই সম্ভব না। সেটা হয় একমাত্র বোধনের মধ্য দিয়ে”।