২৪-এর ভোটে ম্যাজিক ফিগার পার করলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। আগামী দিনে রণনীতি ঠিক করতে আজ বুধবার বিকেল ৪টের দিকে বৈঠকে বসতে চলেছে সরকার। অন্যদিকে ইন্ডি জোটও বৈঠকে বসবে বলে খবর। কিন্তু এরই মাঝে শোনা যাচ্ছে, আগামী ৮ জুন নরেন্দ্র মোদী নতুন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।
লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে এনডিএ। নতুন সরকারের শপথের তারিখ ও সময়ও বেঁধে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ৮ জুন সন্ধ্যায় হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান। এ নিয়ে প্রস্তুতি জোরদারও হয়েছে। নতুন মন্ত্রিসভায় মুখ নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা ও বৈঠকের দফাও জোরদার হয়েছে। দুই-তিন দিনের মধ্যে নাম চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেই নরেন্দ্র মোদীর নামের পাশে যুক্ত হবে নতুন রেকর্ডও। তিনি হবেন দেশের দ্বিতীয় নেতা, যিনি টানা তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন।
এর আগে এই রেকর্ড ছিল জওহরলাল নেহরুর নামে। মোদী তাঁর রেকর্ড স্পর্শ করবেন বলবেন মনে হচ্ছে। আজ বিকেল চারটেয় দিল্লিতে এনডিএ-র বৈঠক ডাকা হয়েছে। এই কমিটিতে জেডিইউ প্রধান নীতীশ কুমার, টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু এবং অন্যান্য নেতারা থাকবেন। এনডিএ শরিকদের সঙ্গে আলোচনার পর বিজেপির সংসদীয় বোর্ড বৈঠকে বসবে। এতে সরকার গঠন ও শপথ গ্রহণের রূপরেখা নিয়ে আলোচনা হবে।
বুধবার সকালে দিল্লি পৌঁছেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। চন্দ্রবাবু নাইডুও দুপুরের মধ্যে দিল্লি পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
The formation of the NDA government and the swearing-in ceremony of Prime Minister Narendra Modi likely to take place on June 8.
(File photo) pic.twitter.com/Bf1E9OXVXm
— ANI (@ANI) June 5, 2024