নির্বাচনের ফলাফলে আগামী শেয়ার বাজারে কি বড় নেতিবাচক প্রভাব পড়ত চলেছে, রইল বিস্তারিত

রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করেই ওঠা নামা করে দেশের শেয়ার বাজার। সেই কারনেই দেখা গিয়েছিল দেশ জুড়ে এক্সিট পোলের সমীক্ষার ফলাফল ঘোষণার পর রেকর্ড উচ্চতায় পৌঁছে…

share market

রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করেই ওঠা নামা করে দেশের শেয়ার বাজার। সেই কারনেই দেখা গিয়েছিল দেশ জুড়ে এক্সিট পোলের সমীক্ষার ফলাফল ঘোষণার পর রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল দেশের শেয়ার বাজার। সেই ফলাফলের উপর ভিত্তি করেই ব্যাবসায় বিপুল অঙ্কের টাকা ঢেলেছিলেন বিনিয়োগকারীরা। তবে
মঙ্গলবার ভোটের আসল ফলাফলে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। ফলে লোকসানের ঝুঁকি ও তৈরি হওয়ার আগেই স্টক বিক্রির সিদ্ধান্ত নেন বিনিয়োগকারীরা।

ফলে তীব্র পতন লক্ষ্যণীয় হয় নিফটি ও সেনসেক্সে। এককথায় সার্বিকভাবে মঙ্গলবার শেয়ার বাজারে ধস নামতে দেখা গিয়েছে। ফলে বিনিয়োগ নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন বিনিয়োগকারীরা। আবার পলিসির ক্ষেত্রে একটি পরিবর্তন লক্ষ্যণীয় হওয়ারও আশঙ্কা করছেন অনেকেই। তবে, এই বিষয়টি শেয়ার বাজারে আগামী দিনে পারফর্ম্যান্সের জন্য খুব একটা দুশ্চিন্তামূলক নয় বলে জানান বিশেষজ্ঞরা।

   

কারণ,সোমবারেই এটির একটি হালকা খবর পাওয়া গিয়েছিল। একদিনেই দুর্দান্ত বৃদ্ধি আবার পরবর্তী ট্রেডিং সেশনেই পতনের ধাক্কা খায় । বিশেষজ্ঞদের মতে বাজারের সার্বিক ঘটনাগুলির উপর লক্ষ্য রাখলে দেখা যায় সোম ও মঙ্গলবার কে বাদ দিয়ে বিস্তৃতভাবে তথ্য দেওয়া হয়ে ছিল এক্সিট পোলের সমীক্ষার ফলাফল ঘোষণার আগে। কিন্তু নির্বাচনের পরে আর আনুমানিক এক সপ্তাহ থেকে ১০ দিন কেটে গেলেই মানুষ এই ধাক্কা কাটিয়ে বেরিয়ে আসবে। বাজারের আগামী দিনের প্রদর্শনের ক্ষেত্রে বাজেট একটি প্রভাব ফেলতে পারে। তবে তা আসতে এখনও দেরি রয়েছে। তাই অপেক্ষায় থাকতে হবে বিনিয়োগকারীদের।