
তৃণমূল দল সর্বভারতীয় তকমা হারিয়েছে। তবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকার সুবাদে তৃণমূল নেত্রীর বিশেষ গ্রহণযোগ্যতা অ-বিজেপি ইন্ডিয়া জোটে। তৃ়ণমূল প্রচার করে এই জোটের মূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচন ফলাফল বলে দিল জাতীয় রাজনীতিতে (India Alliance) ইন্ডিয়া জোট ফ্লপ। জোট নেত্রীকে ‘কালো কাপড় পরুন’ বলে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কটাক্ষ হজম করেছে তৃণমূল।
লোকসভা ভোটের আগে হিন্দি বলয়ের তিন প্রধান রাজ্য ক্ষমতা শূন্য হয়ে গেল কংগ্রেস। ইন্ডিয়া জোটের সর্ববৃহৎ দল কংগ্রেসের দখলে তেলেঙ্গানা এলেও এ রাজ্যে তাদের বিধায়কদের দল পরিবর্তনের আশঙ্কা প্রবল। অপারেশন লোটাস অর্থাৎ বিজেপির পক্ষে বিধায়কদের চলে যাওয়া রুখতে কংগ্রেসের ভরসা কর্নাটক সরকার। তেলেঙ্গানায় জয়ী বিধায়কদের বিশেষ আরামদায়ক ব্যবস্থায় কর্নাটকে রাখা হবে বলে জানা যাচ্ছে। এ রাজ্যটি কংগ্রেস শাসিত। কংগ্রেসের একাংশ নেতার দাবি,তেলেঙ্গানায় বিজেপি জোট সরকার গড়তে বিধায়ক কেনা বেচা শুরু করেছে।
মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তিসগড় হিন্দি বলয়ের রাজ্যগুলিতে বিজেপির জয়। তবে বিজেপি নেতারা বলছেন, মোদীর ম্যাজিক। এই জয়োল্লাসের ঢেউ পশ্চিমবঙ্গে আসছে। জোট নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্লপ বলছে বিজেপি। তবে তৃণমূল নেতাদের দাবি, হিন্দি বলয়ের ভোট প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। এ রাজ্য থেকে সর্বাধিক আসনে জয়ী হবে তৃ়ণমূল দল।
চার রাজ্যের বিধানসভা ভোট ফল দেখেই আগামী ৬ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক ডাকল কংগ্রেস। কংগ্রেস আগামী ৬ ডিসেম্বর বুধবার নয়াদিল্লিতে পরবর্তী ইন্ডিয়া জোটের অংশীদারদের বৈঠকের জন্য আহ্বান জানিয়েছেন। তবে বৈঠকে মমতা থাকবেন কিনা নিশ্চিত নয়।










