হাসপাতালে ভর্তি থালাইভার খবর নিলেন প্রধানমন্ত্রী

গত সোমবার গভীর রাতে প্রচন্ড পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে (Rajinikanth)। এই প্রকাশ্যে আসতেই ভক্তদের মনে উদ্বেগ চরমে হয়ে ওঠে।…

rajni pm হাসপাতালে ভর্তি থালাইভার খবর নিলেন প্রধানমন্ত্রী

গত সোমবার গভীর রাতে প্রচন্ড পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে (Rajinikanth)। এই প্রকাশ্যে আসতেই ভক্তদের মনে উদ্বেগ চরমে হয়ে ওঠে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থালাইভার স্ত্রীকে ফোন করে তার বর্তমান স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন ।

তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই এক্স হ্যান্ডেলে জানালেন সেই খবর । তিনি তার এক্স-হ্যান্ডেলে প্রধানমন্ত্রী এবং রজনীকান্তের (Rajinikanth) একটি পুরোনো ছবি শেয়ার করে লিখেছেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুপারস্টার রজনীকান্তের স্বাস্থ্যের খোঁজখবর নিতে 1 অক্টোবর ফোনে লতা রজনীকান্তের সঙ্গে কথা বলেছেন। অস্ত্রোপচারের পর রজনীকান্তের স্বাস্থ্য সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।” পাশাপাশি মিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন এবং কমল হাসানও তাদের এক্স-হ্যান্ডেলে থালাইভার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

   

 

প্রসঙ্গত গত ৩০ সেপ্টেম্বের থালাইভাকে (Rajinikanth) হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে অনুমান করা হয় অভিনেতা হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। পরে হাসপাতালের তরফ থেকে বৃবিতি দিয়ে জাননো হয় রজনীকান্তের হৃৎপিণ্ডের মূল রক্তবাহিকায় সমস্যা দেখা দেয়। কিন্তু অস্ত্র পাচারের প্রয়োজন পরেনি। ট্রান্সক্যাথেটার পদ্ধতিতে (নন সার্জিক্যাল) যার চিকিৎসা করা হয়েছে। এখন রজনীকান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল। দুদিন পরে অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।