Omicron: কোনও ভ্যাকসিন না নিয়েই বিদেশ সফর করেছেন মহারাষ্ট্রের ওমিক্রন আক্রান্ত ব্যক্তি  

omicron-in-maharashtra

নিউজ ডেস্ক : শনিবার মহারাষ্ট্রের এক ব্যক্তির শরীরে ধরা পড়ে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন(Omicron)। সূত্রের খবর, আক্রান্ত ব্যক্তি মুম্বইয়ের খুব কাছেই থাকেন। এই ঘটনা সামনে আসার পরেই সে রাজ্যে আতঙ্ক ছড়িয়েছে। যদিও ওই ব্যক্তির দিনের পর দিন বিদেশে ঘোরার ইতিহাস রয়েছে।

Advertisements

গত মাসে দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই হয়ে দিল্লিতে ফিরে সেখান থেকে মুম্বইয়ে আসেন তিনি। এরপরেই জ্বর আসলে করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে। আর বিস্তারিত পরীক্ষার ফল সামনে আসার পরেই দেখা যায় ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত। সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেশনে পাঠানো হয়। পাশাপাশি ওই ব্যক্তি কোনও ভ্যাকসিনই নেননি।

এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তি মেরিন ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত। দিনের পর দিন সমুদ্রেই কাটাতে হয় তাঁকে। জানা যায়, গত ২৪ নভেম্বর ওই ব্যক্তির অল্প জ্বর আসে। মুম্বই বিমানবন্দরেই তাঁর চিকিত্‍সা করা হয়। নেওয়া হয় নমুনা। আর তাতেই জানা যায় তিনি করোনা পজিটিভ। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। কারা কারা ওঁর সংস্পর্শে এসেছে তাঁদের খোঁজ চলছে।

Advertisements

তবে এরমধ্যে যাদের খোঁজ পাওয়া গিয়েছে তাঁদের মধ্যে প্রত্যক্ষভাবে (high-risk contacts) সংস্পর্শে এসেছে এমন ১২ জনের এবং পরোক্ষ ভাবে ওই রোগীর কাছাকাছি এসেছেন এমন ২৩ জনের (low-risk contacts) করোনা পরীক্ষা করা হয়েছে। স্বস্তির খবর তাঁদের সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। শুধু তাই নয়, আরও ২৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। যারা ওই ব্যক্তির কো-প্যাসেঞ্জার হিসাবে দিল্লি থেকে মুম্বই এসেছেন। তাঁদেরও রিপোর্ট নেগেটিভ এসেছে। আরও বাকিদের খোঁজ চালানো হচ্ছে।

গত কয়েকদিনে মহারাষ্ট্রে বিদেশ থেকে বহু ব্যক্তি এসেছেন। তাঁদের প্রত্যেকের আরটিপিসিআর টেস্ট করা হচ্ছে। সম্প্রতি জিম্বাবয়ে থেকে আরও এক ব্যক্তি জ্বর নিয়ে আসে। তাঁর করোনার রিপোর্ট পজিটিভ। তবে মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, তাঁর শরীরে ওমিক্রন পাওয়া যায়নি। তবে সে রাজ্যে ওমিক্রন আক্রান্তের খবর সামনে আসতেই আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে সরকার।