রাজ্যের শিক্ষামন্ত্রীর পুত্রবধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

মধ্যপ্রদেশের স্কুল শিক্ষামন্ত্রীর পুত্রবধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, রাজ্যের মন্ত্রী ইন্দর সিং পারমারের ২৩ বছর বয়সী পুত্রবধূকে ১১ মে শাজাপুরে মন্ত্রীর পৈতৃক…

short-samachar

মধ্যপ্রদেশের স্কুল শিক্ষামন্ত্রীর পুত্রবধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, রাজ্যের মন্ত্রী ইন্দর সিং পারমারের ২৩ বছর বয়সী পুত্রবধূকে ১১ মে শাজাপুরে মন্ত্রীর পৈতৃক বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃতার নাম সবিতা পারমার বলে খবর। গত তিন বছর আগে মন্ত্রীর ছেলে দেবরাজ পারমারকে বিয়ে করেছিলেন তিনি।

   

মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। বুধবার সকালে দেহটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। এই ঘটনার কারণ ‘পারিবারিক সমস্যা’ বলে অভিযোগ করা হলেও পুলিশের তরফে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।

পরিবার সূত্রে খবর, এই ঘটনার সময়, ইন্দর সিং পারমার ভোপালে ছিলেন এবং সবিতার স্বামী দেবরাজ সিং পার্শ্ববর্তী গ্রাম মোহাম্মদ খেরায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বাড়িতে উপস্থিত ছিলেন অন্য আত্মীয়রা। সূত্রের খবর, মৃতদেহের কাছে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। মন্ত্রীর বাসভবনের কাছে পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে। ঘটনার কিছু ক্ষণ পরে মন্ত্রী ও তাঁর ছেলেও ঘটনাস্থলে পৌঁছন।