গত কেয়েক বছরে ভারত যে আকাশ গবেষণায় দ্রুত এগিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতের মহাকাশ গবেষণা বিজ্ঞানের জগতে অন্যতম বড় মাইলস্টোন পার করেছে চন্দ্রযান-৩এর হাত ধরে। ২০২৩ সালে ১৪০ কোটি দেশবাসীর আশা পূরণ করে চাঁদের মাটিতে পা রেখেছিল ভারতের চন্দ্রযান ৩। আর চাঁদে যে পয়েন্টে গিয়ে ভারতের চন্দ্রযান ৩ ল্যান্ড করেছিল, সেই জায়গার নাম ‘শিবশক্তি’ রেখেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দেওয়া এই নম আন্তর্জাতিক স্বীকৃতি পেলো।
‘শিবশক্তি’ নামটিতে মান্যতার শিলমোহর দিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। জানা গিয়েছে, ১৯ মার্চ এই অনুমোদন এসেছে প্রতিষ্ঠানের তরফে। উল্লেখ্য, অন্তর্জাতিক মঞ্চের তরফে এই অনুমোদন দেশের মহাকাশ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দিক। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের তরফে যে সমস্ত মহাজগতিক বিষয়গুলির নামকরণ করা হয়, সেই ‘গেজেটার অফ প্ল্যানেটারি নোমেনক্লিচার’ এ শিবশক্তি নামকরণকে মান্যতা দেওয়ার তথ্যটি উঠে আসে। সেখানে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের ‘প্ল্যানেটারি নোমেনক্লিচার’ সম্পর্কিত কার্যবাহী গোষ্ঠী চন্দ্রযান ৩ এর ল্যান্ডিং পয়েন্টের নাম শিবশক্তি-কে অনুমোদন দিয়েছে। এখনো থেকে ওই জায়গাকে বলা হবে ‘শিবশক্তি’ – বিশ্বের বাইরে ভারতের প্রাপ্তি এই স্বীকৃতিতে খুশি ১৪০ কোটি ভারতবাসী।