Golden Scripture: চুরি হয়েছিল সোনার পুঁথি, মিলল অরুণাচলের পাহাড়ি খাঁজে

দুর্গম পাহাড়ি খাঁজে লুকোনো ছিল ৩৫ কেজি ওজনের সোনার পু়ঁথি! সেই পুঁথির (golden scripture) খোঁজে পাহাড়ি এলাকায় চলছিল তল্লাশি। অবশেষে পুঁথি চুরি রহস্য সমাধান। মিলেছে…

Golden Scripture: চুরি হয়েছিল সোনার পুঁথি, মিলল অরুণাচলের পাহাড়ি খাঁজে

দুর্গম পাহাড়ি খাঁজে লুকোনো ছিল ৩৫ কেজি ওজনের সোনার পু়ঁথি! সেই পুঁথির (golden scripture) খোঁজে পাহাড়ি এলাকায় চলছিল তল্লাশি। অবশেষে পুঁথি চুরি রহস্য সমাধান। মিলেছে বহু মূল্যবান গ্রন্থটি। অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) পুলিশ টানা ২৮ দিন ধরে চালিয়েছিল অভিযান।

সোনা দিয়ে লেখা এই পুঁথি উদ্ধার করা হয় বিখ্যাত সেলা পাশ এলাকার মেরাগহ থেকে। এটি লুগুথ্যাং গ্রাম থেকে থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামের মঠ থেকে চুরি হয়েছিল সেই সোনার পুঁথি।

 

বৌদ্ধ মঠে রাখা ছিল প্রাচীন পুঁথি। সোনার অক্ষরে লেখা ম সেই পুঁথি চুরি হয়েছিল মঠ থেকে। বিমর্ষ হয়ে পড়েন বৌদ্ধ লামারা। খবর পেয়ে পুঁথি চোরকে ধরতে তদন্ত শুরু করে অরুণাচলের পুলিশ। চুরি যাওয়া সোনার পুঁথি বৃহস্পতিবার উদ্ধার করা হয়।

অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের লুগুথ্যাং মঠ থেকে সোনায় মোড়া শাস্ত্র চুরি হয়েছিল ২৮ দিন আগে। এর জেরে শোরগোল পড়ে যায়। তবে জ্যাং থামার পুলিশের তরফে জানানো হয়েছে ভালো অবস্থাতেই পাওয়া গিয়েছে ‘গোল্ডেন স্ক্রিপচার’-সোনার পুঁথি।

Advertisements

golden-scripture

৩৫ কিলোগ্রামের সোনায় মোড়া পুঁথি চুরি হয়েছিল চলতি বছরের ২৮ এপ্রিল। এর পর জ্যাং থানায় এফআইআর দায়ের করা হয়। জানা যায়, গত ২৮ এপ্রিল রাতে কিছু দুস্কৃতি তাওয়াংয়ের লুগুথ্যাং গ্রামে একটি মঠে হামলা করেছিল। তালা ভেঙে ভিতরে ঢুকে তারা ওই পুঁথি চুরি করা নিয়ে যায়।

তাওয়াংয়ের পুলিশ সুপার বি কামদুকের তদারকি, এএসপি থুপ্তান জাম্বে, জ্যাং ওসি উপ-পরিদর্শক পেমা ওয়াঙ্গের টিম, সঙ্গে সার্কেল ইন্সপেক্টর কেসাং নরবু এবং তার দল যৌথ অভিযান চালিয়ে ‘গোল্ডেন স্ক্রিপচার’ উদ্ধার করেছে।