“ইংরেজ ভারতে রাজত্ব করেনি!” ইতিহাস বিকৃতকারী Musk-এর পোস্ট ঘিরে তোলপাড়

নয়াদিল্লি: কানাডীয় জাতীয়তাবাদী কর্মী স্টেফান মলিনিউক্স (Stefan Molyneux) প্রায়শই তাঁর ‘কন্সপিরেসি থিওরির’ জন্য বিতর্কের শীর্ষে উঠে আসেন। তাঁর মন্তব্য-বক্তব্যকে রীতিমত শেয়ার করেন ডোনাল্ড ট্রাম্প (Donald…

নয়াদিল্লি: কানাডীয় জাতীয়তাবাদী কর্মী স্টেফান মলিনিউক্স (Stefan Molyneux) প্রায়শই তাঁর ‘কন্সপিরেসি থিওরির’ জন্য বিতর্কের শীর্ষে উঠে আসেন। তাঁর মন্তব্য-বক্তব্যকে রীতিমত শেয়ার করেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার ইংরেজদের ঔপনিবেশিকতা বলে নাকি কিছুই ছিল না বলে দাবি করেছেন তিনি। তাঁর সেই পোস্টকে আবার শেয়ার করেছেন টেসলা-প্রধান ইলন মাস্ক (Elon Musk)। যার জেরে বিতর্কে তোলপাড় নেটদুনিয়া।

Advertisements

ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে বলে নিন্দার ঝড় উঠেছে। ভারতের উপর দীর্ঘ ২০০ বছরের নৃশংস অত্যাচারের ইতিহাসকে সম্পূর্ণ ‘হোয়াইট ওয়াশ’ (White Wash) করা হচ্ছে বলে ক্ষোভে ফুঁসছেন ভারতীয়রা। “যদি ভারতীয়রা ইংল্যান্ডে পা রেখে ইংরেজ হয়ে যায়। তাহলে যারা ভারতে পা রেখেছিল তারা ভারতীয় হয়ে যায়। অতএব ইংরেজরা ভারত শাসন করেনি। ‘উপনিবেশবাদ’ বলে কিছু নেই।”, বলে পোস্ট করেছেন মলিনিউক্স।

   

এক্সের পোস্টটিতে ইতিমধ্যেই প্রায় ১৮ মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। মাস্কের (Elon Musk) রিপোস্টটিতেও আরও ১ কোটি ৬৭ লক্ষ ভিউ হয়েছে। দ্য ডেইলি বিস্টের মতে, মলিনিউক্স (Stefan Molyneux) এর আগে দাবি করেছিলেন যে কৃষ্ণাঙ্গ এবং অন্যান্য অ-শ্বেতাঙ্গরা বুদ্ধিমত্তার দিক থেকে শ্বেতাঙ্গদের চেয়ে নিকৃষ্ট।

মাস্ক এবং মলিনিউক্সের পোস্ট ঘিরে নিন্দার ঝড়

যুক্তরাজ্য-স্থিত লেখক এবং রয়েল এশিয়াটিক সোসাইটির সদস্য সতীশ কে শর্মা বলেন, “২২৭ মিলিয়ন ফলোয়ার বিশিষ্ট কোনও মানুষের এরকম বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল হওয়ার ঘটনাকে কোনভাবেই উপেক্ষা করা যায় না। ‘বর্ণবিদ্বেষী’ বলে পরিচিত স্টিফান মলিনিউক্স (Stefan Molyneux) এই পোস্টের মাধ্যমে ‘ঔপনিবেশিকতাকে’ বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন।

যে ব্রিটিশ ঔপনিবেশিকতার জন্য ভারত সহ বিশ্বের একাধিক দেশ ব্রিটিশদের অত্যাচার, দাসত্ব, লুটতরাজের রক্তাক্ত ইতিহাস এখনও বহন করে চলেছে। বোস্টন-স্থিত এক ভারতীয় তীব্র নিন্দা করে বলেন, “এটা ভারতীয় সহ অন্যান্য একসময় ব্রিটিশ উপনিবেশ থাকা অন্যান্য দেশের প্রতি ঘোরতর অপমান।

আরও একজন ব্যক্তি মলিনিউক্সের তীব্র বিরোধিতা করে লেখেন, “এই যুক্তি সম্পূর্ণ ভুল! ভারতীয়রা অত্যন্ত দক্ষ অভিবাসী এবং ইংল্যান্ডের উন্নয়নে অবদান রাখে। কিন্তু কোনও ভারতীয় এখানে রাজত্ব করে দেশটিকে পঙ্গু করে দিতে আসেনি। এমনকি ভারতীয়রা ব্রিটিশ সমাজে একীভূতও হয়নি”।