বরযাত্রী বোঝাই বাস পড়ল খাদে! নিহত কমপক্ষে ৩০

উত্তরাখণ্ডে (Uttarakhand) ভয়াবহ বাস দুর্ঘটনা (bus accident) । ২০০ ফুট গভীর খাদে পড়ল বরযাত্রী বোঝাই বাস। নিহত কমপক্ষে ৩০। উত্তরাখণ্ডের পাউরি জেলায় দুর্ঘটনাটি ঘটেছে।মর্মান্তিক দুর্ঘটনায়…

Uttarakhand bus accident

উত্তরাখণ্ডে (Uttarakhand) ভয়াবহ বাস দুর্ঘটনা (bus accident) । ২০০ ফুট গভীর খাদে পড়ল বরযাত্রী বোঝাই বাস। নিহত কমপক্ষে ৩০। উত্তরাখণ্ডের পাউরি জেলায় দুর্ঘটনাটি ঘটেছে।মর্মান্তিক দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়, এবং ১০ জন গুরুতর আহত হয়। বাসটি হরিদ্বারের লালধাং থেকে পাউড়ির বিরনখাল গ্রামে যাচ্ছিল। রাত ৮টার দিকে সিমান্দি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি তা দুশো ফুট গভীর খাদে পড়ে যায়। বাসে চালকসহ মোট ৪৫ জন ছিলেন, যারা হরিদ্বার থেকে বিরনখাল গ্রামে যাচ্ছিলেন।

 

   

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাসে থাকা লোকজন প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকে। পরে আশপাশের লোকজনও ঘটনাস্থলে জড়ো হন। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ ও এসডিআরএফ দল, তারপর উদ্ধার অভিযান শুরু করা হয়। রাতের আঁধারে টর্চ ও মোবাইল ফোনের আলো জ্বালিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়, এরপর একে একে লোকজনকে বের করে আনা হয়।

 

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একই সময়ে, ঘটনার খবর পাওয়া মাত্রই বিধানসভার স্পিকার রিতু খান্দুরি আহতদের খোঁজ নিতে আসেন, যেখানে তাঁকে গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়তে হয়। হইহুল্লোড় করে বিয়েবাড়িতে যাচ্ছিলেন সকলে। কিন্তু সেই আনন্দ মুহূর্তের মধ্যে বদলে যায় বিষাদে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। তদন্তে নেমেছে পুলিশ।