নয়াদিল্লি: বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মুখ থুবড়ে পড়েছে মহাগাঁঠবন্ধন। ২৪৩ টির মধ্যে ১৯৮ টি আসনে জয়লাভ করেছে এনডিএ। ৮৯ টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। অন্যদিকে, মহাগাঁঠবন্ধনের ঝুলিতে এসেছে মাত্র ৩৯ টি আসন! এই ভয়াবহ পরাজয় চিন্তার। এদিন তিরুঅনন্তপূরম থেকে কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor) মহাগাঁঠবন্ধনের পরাজয়কে “ভীষণ হতাশাজনক” বলে উল্লেখ করলেন।
সেইসঙ্গে বললেন, “এই হারের গভীরভাবে মূল্যায়ন করা জরুরী”। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে থারুর বললেন, “আমি মনে করি খুব গভীরভাবে মূল্যায়ন প্রয়োজন। মূল্যায়ন বলতে আমি শুধু বসে চিন্তাভাবনা বোঝাতে চাইছি না। বরং কী ভুল হয়েছে, কৌশলগত, বার্তাপ্রেরণমূলক বা সাংগঠনিক ভুলগুলি কী ছিল তাও অধ্যয়ন করতে চাইছি”।
“নির্বাচনী প্রচারে ডাকা হয়নি”!
এরপর বিহারে কংগ্রেসের নির্বাচনী প্রচার নিয়ে কার্যত ক্ষোভ উগড়ে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। শশী থারুর (Shashi Tharoor) বলেন, “আমি বিহারে নির্বাচনী প্রচারে যাইনি। কারণ আমাকে ডাকাই হয়নি। আমি সরাসরি কোনও তথ্য দিতে পারব না।”
সেইসঙ্গে তিনি বলেন, “কিন্তু আমি বিহারের সাধারণ মানুষদের সাথে কথা বলেছি যারা অন্যান্য কাজ করছেন। সেই ধারণা থেকে আমি মনে করি আমাদের দলের নেতাদেরও কোথায় ভুল হয়েছে। যা নিয়ে খুব গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা উচিত।”
উল্লেখ্য, শুক্রবার গণনা চলাকালীন এনডিএ-এর জয় পরিষ্কার হয়ে গেলেও আশা করছিলেন শশী থারুর (Shashi Tharoor)। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, “বোঝা যাচ্ছে, এনডিএ বিপুল ভোটপার্থক্যে এগিয়ে যাচ্ছে। যা অত্যন্ত হতাশাজনক। তবে এখনও চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়নি।”


