HomeBharat২০২৬-এর নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীকে 'চ্যালেঞ্জ' থলপতির!

২০২৬-এর নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীকে ‘চ্যালেঞ্জ’ থলপতির!

- Advertisement -

চেন্নাই: বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও বিধানসভা ভোট। তার আগেই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে (M K Stalin) চ্যালেঞ্জ ছুঁড়লেন তামিলাগা ভেট্টরি কাজাগাম (TVK) দলের প্রমুখ ‘থলপতি’ বিজয় (Thalapathy Vjay)। বুধবার কার্যত স্ট্যালিনকে ধুয়ে দিলেন অভিনেতা তথা রাজনীতিক বিজয়।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর কারুরে বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনার পর থেকেই শাসকদলের সঙ্গে সম্পর্কের তিক্ততা চরমে উঠেছে টিভিকের। সেই প্রসঙ্গ টেনেই এদিন মহাবলিপূরমে জেনারেল কমিটি বৈঠকে বিজয় বলেন, “আমরা প্রবল যন্ত্রণায় আছি। যা বলে বোঝানো সম্ভব নয়। যেসব মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাঁদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য ছিল। তাই এতদিন আমি মৌনতাকেই বেছে নিয়েছিলাম।”

   

“কিন্তু আমাদের এই নীরবতার ফায়দা নিয়ে রাজনীতির নোংরা ফাঁদ তৈরি হয়েছে। সত্য এবং আইনের জোড়ে এসব ভিত্তিহীন কালিমাকে আমরা ধুয়েমুছে সাফ করে দেব”, বলেন বিজয়। এরপর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বিরুদ্ধে তোপ দেগে টিভিকে (TVK) প্রধান বিজয় (Thalapathy Vjay) বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী মুখে বলেন যে উনি রাজনীতি করতে চান না, কিন্তু বিধানসভায় গিয়ে আমাদের নামে ঠিকই কু-কথা বলে থাকেন। উনি সেই মুখ্যমন্ত্রী যিনি মুখে উদারতার কথা বলে পরক্ষণেই বিষোদ্গার করেন।” এরপর স্ট্যালিনের (M K Stalin) বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে বিজয় বলেন, “আপনার কি মনে হয়, তামিলনাড়ুর মানুষ আপনার রাজনীতি বোঝে না?”

“২০২৬ নির্বাচন DMK এবং TVK-র মধ্যে হতে চলেছে”

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রসঙ্গে বিজয় বলেন, “মানুষ মুখ্যমন্ত্রীর উপর ভরসা হারিয়ে ফেলেছেন। ২০২৬ বিধানসভা নির্বাচনে মানুষ ডিএমকে-কে উচিৎ শিক্ষা দেবে। মানুষের বিচার আমি মাথা পেতে নেব”। এরপর বিজয় বলেন, “আমি এখন থেকেই বলছি, ২০২৬-এ দুটি দলের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে, তা হল ডিএমকে এবং টিভিকে। আর তাতে ১০০% জয় আমাদেরই হবে। আমরা ইতিহাস তৈরি করব”।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular