শ্রীনগর: ১৯৯৫ থেকে পাক অধিকৃত কাশ্মীরে বসে জঙ্গিদের ‘পথ দেখাতেন’ বাগু খান ওরফে সমান্দর চাচা। সীমান্তে অনুপ্রবেশের জন্য যাকে সবচেয়ে ‘বিশ্বস্ত’ পথ প্রদর্শক বলে মনে করত সন্ত্রাসবাদীরা, শনিবার তাকে গুরেজের জঙ্গি ঘাঁটির কাছে খতম করল ভারতীয় সেনা।
নৌশেরা নার এলাকা দিয়ে এক জঙ্গিকে (Terrorist) ভারতে প্রবেশ করানোর সময়ই নিরাপত্তারক্ষীদের নজরে আসে বাগু। সেনাসূত্রে খবর, গুরেজ সেক্টরের বিভিন্ন এলাকা দিয়ে প্রায় ১০০ র বেশি অনুপ্রবেশ ঘটিয়েছিল বাগু। সেনাবাহিনীর নজর এড়িয়ে ওই অঞ্চলের সব গোপন পথ, অলিগলি তাঁর নখদর্পণে ছিল বলে জানা গিয়েছে। এই কারণে জঙ্গিদের কাছে “মানব GPS” নামে জনপ্রিয় হয়ে ওঠে বাগু।
হিজবুল জঙ্গি (Hijbul Mujahidin) থাকাকালীন গুরেজ এবং পার্শ্ববর্তী এলাকায় এলওসির (LoC) কাছে একাধিক অনুপ্রবেশ এবং সন্ত্রাসমূলক কার্যকলাপ চালিয়েছিল। বছরের পর বছর সেনাবাহিনীর চোখে ধুলো দিয়ে একাধিক দেশবিরোধী কুকর্ম চালিয়ে গেছে সে। তবে নৌশেরা নার সেক্টর দিয়ে অনুপ্রবেশের সূত্র মিলতেই বাগু সহ জঙ্গিদের খতম করার জন্য প্রস্তুত হয় ভারতীয় সেনা। সেইমত ওই দুই জঙ্গি ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সাথে সাথেই দু-পক্ষের গোলাগুলি শুরু হয়। তবে শেষপর্যন্ত ভারতীয় সেনার গুলিতে খতম হয় দুই জঙ্গি।
বাগু খানকে খতম করে উপত্যকার সংবেদনশীল অঞ্চলের তথ্য এবং অনুপ্রবেশের গোপন রাস্তার খোঁজ জঙ্গিদের কাছে পৌঁছন আটকানো সম্ভব হবে বলে মনে করছেন সীমান্তরক্ষী বাহিনী। বাগু সহ আরও এক জঙ্গিকে খতম করা হলেও ওই অঞ্চলে এখনও আরও ৫ জঙ্গি উকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর।