শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ফের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনা। বুধবার ভোরে পুঞ্চের দিগওয়ার সেক্টরে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে খতম হয় এক জঙ্গি। অপারেশন চলাকালীন এলাকায় ব্যাপক গুলির লড়াই হয় বলে সেনা সূত্রে খবর (terrorist shot dead in poonch)।
সেনা ও পুলিশের তরফে জানানো হয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল কয়েকজন জঙ্গি। তাদের মধ্যে দুই জঙ্গিকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এনকাউন্টারে এক জঙ্গি নিহত হয়, বাকি জঙ্গিদের সন্ধানে তল্লাশি চলছে।
এই অভিযান এমন এক সময়ে হয়েছে, যখন মাত্র দু’দিন আগেই জম্মু-কাশ্মীরে সংঘটিত হয়েছে সেনার ‘অপারেশন মহাদেব’। ওই অভিযানে নিহত হয় সুলেমান ওরফে হাশিম মুসা, যে কিনা ২২ এপ্রিল পাহেলগাঁও হামলার মূল চক্রী। তাঁর সঙ্গে আরও দুই জঙ্গিকেও খতম করে সেনার এলিট প্যারা কমান্ডো ইউনিট।
এরপরই লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ‘অপারেশন মহাদেব’-এ যাঁরা নিহত হয়েছে, তারা সবাই পাহেলগাঁও হামলায় জড়িত ছিল। সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানেই তারা খতম হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অমিত শাহের ভাষণকে উল্লেখ করে ‘X’-এ লেখেন, “অপারেশন মহাদেব ও অপারেশন সিঁদুর দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অত্যন্ত তথ্যসমৃদ্ধ।”
অন্যদিকে, জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি নলিন প্রবীণ জানিয়েছেন, গত চার বছর ধরে সক্রিয় থাকা জঙ্গিদের একে একে খতম করছে নিরাপত্তা বাহিনী। “অপারেশন লাগাতার চলছে। জঙ্গিরা একে একে ধরা পড়ছে বা খতম হচ্ছে,” সংবাদমাধ্যমকে বলেন তিনি।
বর্তমানে কাশ্মীর উপত্যকায় ঠিক কত জন জঙ্গি সক্রিয় রয়েছে, সেই সংখ্যা প্রকাশ্যে জানানো সম্ভব নয় বলেই জানান ডিজিপি।
গত কয়েক সপ্তাহে একের পর এক সফল অভিযান এবং জঙ্গি দমন ইঙ্গিত দিচ্ছে, জম্মু ও কাশ্মীর জুড়ে বড়সড় জঙ্গি দমন অভিযান শুরু করেছে কেন্দ্র। ‘অপারেশন মহাদেব’ এবং ‘অপারেশন সিঁদুর’, দুটি কৌশলগত পদক্ষেপ, যা নিরাপত্তা ব্যবস্থার কঠোরতা ও গোয়েন্দা নজরদারির অভূতপূর্ব সমন্বয় তুলে ধরেছে৷