শারদোৎসব ও আসন্ন দীপাবলি উৎসবে (Terror Plot) নাশকতার ছক বানচাল। বিপুল বিস্ফোরক উদ্ধার হয়েছে। গোপনে সীমান্ত পার করিয়ে বিস্ফোরক মজুত করা হয়েছিল ভারতীয় ভূখণ্ডে।
India Today Ne জানাচ্ছে, ভারত-মায়ানমার সীমান্তের কাছে অসম রাইফেলস এবং মিজোরাম পুলিশের যৌথ অভিযানে যুদ্ধের মতো উপকরণ উদ্ধার করা হয়েছে।সীমান্তের কাছে 39,900 ডেটোনেটর বাজেয়াপ্ত করা হয়।
সীমান্তের ওপারে মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। পড়শি দেশের ক্ষমতায় থাকা সামরিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যুদ্ধ চালাচ্ছে। ভারত লাগোয়া মায়ানমারের রাজ্যগুলিতে বর্মী সেনা গণহত্যা চালাচ্ছে বলে অ়ভিযোগ। এই এলাকাগুলির বিস্তীর্ণ অংশ বর্মী সেনার হাতছাড়া। হাজার হাজার বর্মী নাগরিক ভারতের দিকে মিজোরাম, নাগাল্যান্ডে শরণার্থী। সংঘর্ষে পরাজিত সেনা সদস্যরাও ভারতের দিকে পালিয়ে আসছে।
মায়ানমারের রক্তাক্ত পরিস্থিতির মধ্যে ভারত সরকার বিরোধী বিভিন্ন গোষ্ঠী সক্রিয়। মণিপুরের জাতি সংঘর্ষে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র মায়ানমার থেকে ঢুকছে বলে গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে।
এবার মায়ানমার লাগোয়া ভারতের অংশে বিস্ফোরক উদ্ধার হলো। মিজোরামের তিয়াউ নদীর কাছে নিরাপত্তা বাহিনী অবৈধ এক বাইক আরোহীকে আটকান। ওই বাইকের আরোহী গাড়ি ছেড়ে নদী পার হয়ে পালিয়ে যায়। পরিত্যক্ত মোটরসাইকেল থেকে একটি মোবাইল ফোন সহ ডেটোনেটর উদ্ধার করা হয়। বিস্ফোরকগুলি নাশকতা ঘটানোর জন্য আনা হচ্ছিল বলে মনে করা হচ্ছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অসম রাইফেলস এবং মিজোরাম পুলিশ যৌথ অভিযান চালানো হয় উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী মিজোরাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।