শনিবার ভোরে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত একাধিক কামরা!

ফের ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা (Rail Accident)। লাইনচ্যুত হল ট্রেনের দুটি কামরা । ঘটনাটি ঘটেছে শনিবার ভোর ৫:৫০ এ মধ্যপ্রদেশের জব্বলপুরে। জানা গিয়েছে যে ইন্দোর…

Rail Accident at Jabalpur

ফের ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা (Rail Accident)। লাইনচ্যুত হল ট্রেনের দুটি কামরা । ঘটনাটি ঘটেছে শনিবার ভোর ৫:৫০ এ মধ্যপ্রদেশের জব্বলপুরে। জানা গিয়েছে যে ইন্দোর থেকে জব্বলপুর আসছিল সোমনাথ এক্সপ্রেস। সেই সময়তেই স্টেশনের ১৫০ মিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। ব্রেক কষেও এড়ানো যায়নি দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের দুটি কামরা। এখনও অবধি হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ও জানা যায় যে স্টেশন পৌঁছানের আগে এই ঘটনা ঘটতে এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা।

ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও হর্ষিত শ্রীবাস্তব এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, “ট্রেনটি ইন্দোর থেকে আসছিল। এটি যখন জব্বলপুর রেলওয়ে স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিল, তখন ট্রেনটি ধীরগতিতে চলছিল। এই সময়তেই এবং ২টি কামরা লাইনচ্যুত হয়ে যায় । সমস্ত যাত্রী নিরাপদ রয়েছেন। ঘটনাটি সকাল ৫:৫০ মিনিটে ঘটে যখন এটি প্ল্যাটফর্ম থেকে ১৫০ মিটার দূরে ছিল। এই সময়তেই ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়। “

   

উত্তরপ্রদেশে সবরমতী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার এক মাসের মধ্যেই জবলপুর ট্রেন দুর্ঘটনা ঘটে। ১৭ আগস্ট, যেটিও শনিবার ছিল, সেদিন উত্তরপ্রদেশের কানপুর রেলওয়ে স্টেশনের কাছে আহমেদাবাদ-বারানসী সবরমতি এক্সপ্রেসের ২০টি কামরা লাইনচ্যুত হয়। ইচ্ছাকৃতভাবে ট্র্যাকের উপর একটি বোল্ডার স্থাপন করার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন রেল আধিকারিকরা । ৩০ জুলাই, ঝাড়খণ্ডের জামশেদপুরের কাছে হাওড়া-মুম্বাই সিএসএমটি মেলের ১৮টি রেক লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় দুইজন প্রাণ হারান এবং ২০ জন আহত হন ।

তবে সাম্প্রতিক ঘটে যাওয়া একাধিক রইল দুর্ঘটনা প্রশ্ন তুলছে রেইলের সুরক্ষা ও রক্ষণাবেক্ষন নিয়ে। কয়েকদিন আগে আগে ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হয়েছিল হাওড়া-মুম্বই মেলের ১৮টি কামরা। খেলনার মতো লাইনের ওপর ছড়িয়েছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় এক্সপ্রেস ট্রেনের অসংখ্য কামরা। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রশ্ন তোলে রেলের সুরক্ষা ব্যবস্থা ও রক্ষনাবেক্ষন নিয়ে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের, হাওড়া-মুম্বই মেলের মতো দুর্ঘটনার কবলে পড়া ট্রেনের তালিকায় এবার যোগ হল সোমনাথ এক্সপ্রেসের নাম।