অখিলেশের সভা চলাকালীন ভেঙে পড়ল তাবু, দেখুন ভিডিও

লোকসভা ভোটকে কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে দেশের একের পর এক রাজ্য। চলছে একের পর এক রাজনৈতিক দলের সভা। আজও তেমনই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ…

লোকসভা ভোটকে কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে দেশের একের পর এক রাজ্য। চলছে একের পর এক রাজনৈতিক দলের সভা। আজও তেমনই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সভা চলছিল। কিন্তু আচমকাই সভা চলাকালীন বেকায়দায় ভেঙে পড়ল তাবু। ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয় ঘটনাস্থলে।

আজ রবিবার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাহে। জালেসরে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের জনসভা চলাকালীন তাঁবু ভেঙে পড়ে। অখিলেশ যাদবের সমাবেশ চলাকালীন তাঁবু ভেঙে পড়ার একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ১ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, তাঁবুর উপরে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি, আর ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করছেন লোকজন। ভিডিওটি যত এগোয়, ততই তাঁবু ভেঙে পড়ার দৃশ্য দেখা যায়। শুরু হয় বিশৃঙ্খলা। দেখুন ভিডিও… 

   

Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News