তেজস্বীর নির্বাচনী মাস্টারস্ট্রোক: প্রত্যেক ঘরে দেওয়া হবে সরকারি চাকরি!

পাটনা: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেই পুরোদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election)মহাগাঁঠবন্ধনের সম্ভাব্য মুখ্যমন্ত্রীর…

পাটনা: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেই পুরোদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election)মহাগাঁঠবন্ধনের সম্ভাব্য মুখ্যমন্ত্রীর মুখ তিনি। নীতিশকে (Nitish Kumar) পরাস্ত করে বিহারের ক্ষমতা ফেরত পেতে বিহারের বেকারত্ব সমস্যাকেই অন্যতম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে আরজেডি।

Advertisements

বিহার অধিকার যাত্রা থেকে একাধিকবার রাজ্যের পরিযায়ী সমস্যা, বেকারত্ব, দুর্নীতি, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা তুলে ধরে ‘বিহারকে নতুন করে সাজানোর’ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এবার নির্বাচনী প্রচারে বিহারের জনগণকে বিরাট প্রতিশ্রুতি দিলেন লালু-পুত্র তেজস্বী (Tejaswi Yadav)। বিরোধী জোট ক্ষমতায় এলে “সরকার গঠনের ২০ দিনের মধ্যে বিহারের প্রতি ঘরে সরকারি চাকরি দেওয়া হবে”, বলে ঘোষণা করলেন তেজস্বী যাদব।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বিহারের বেকারত্ব সমস্যা এবং তার জেরে ভিন রাজ্যে মানুষের পলায়ন, পরিযায়ী সমস্যা নিয়ে সরগরম ভোটমুখী বিহারের রাজ্য রাজনীতি। লালু প্রসাদ সরকারের আমল থেকেই বিহারের পরিযায়ী সমস্যার সূত্রপাত বলে তোপ দেগে আসছে এনডিএ। সম্প্রতি বিহারের উন্নয়নের জন্য ৩৬,০০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যের সর্বপ্রথম মেট্রোরেল পেয়েছে বিহার।

‘জনগণ সরকারের উপর ক্ষুব্ধ’ বলে দাবী করেছেন তেজস্বী

বিহারের মানুষ এনডিএ সরকারের উপর ক্ষুব্ধ বলে আগেই দাবী করেছেন তেজস্বী (Tejaswi Yadav)। এনডিএ (NDA)-শরীক বর্তমান শাসকদল জেডিইউ (JDU)-এর বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক তছরুপ এবং রাজ্যের বেকারত্ব সমস্যা বৃদ্ধি পাওয়া নিয়ে আক্রমণ করে আসছেন তেজস্বী। রাজ্যের ব্লক অফিস এবং থানাগুলো দুর্নীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

তেজস্বীর বিহার অধিকার যাত্রার প্রসঙ্গে আরজেডি (RJD) সাংসদ সঞ্জয় যাদব বলেছিলেন, “যুবসমাজের জন্য চাকরি, কর্মসংস্থানের ব্যবস্থা, নারীদের অধিকার, শিক্ষকদের সম্মান এবং বিহারে শিল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে আরজেডির এই যাত্রা”। তবে নির্বাচনের আগে তেজস্বীর ঘরে ঘরে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি আদৌ বাস্তবায়িত হবে কিনা, সময় তার উত্তর দেবে।