পাটনা: প্রধানমন্ত্রীর মায়ের সম্পর্কে “কু-কথা” বলা নিয়ে উত্তাল ভোটমুখী বিহারের রাজ্য রাজনীতি। রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ও তাঁর স্বর্গীয় মাকে কু-মন্তব্য করা হয়েছে বলে মাঠে নেমে পড়েছে বিজেপি (BJP)। এই নিয়ে বিহার সহ সমগ্র দেশজুড়ে তুঙ্গে শাসক-বিরোধী তরজা। এই আবহে কি বললেন, বিহারের ইন্ডি-জোটের ‘স্বঘোষিত’ প্রধানমন্ত্রীর মুখ তেজস্বী যাদব (Tejaswi Yadav)?
বুধবার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তেজস্বী বলেন, “কারও মায়ের নামেই কু-মন্তব্য করা উচিৎ নয়”। সেইসঙ্গে লাইভ ক্যামেরার সামনে বারংবার মহিলাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা নিয়ে বিজেপির মুখপাত্রের বিরুদ্ধেও তোপ দাগেন তেজস্বী।
তিনি বলেন, “আমরা এটিকে সমর্থন করি না। কিন্তু প্রধানমন্ত্রী নিজেই সনিয়া গান্ধীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন। এবং নীতিশ কুমারের ডিএনএ (DNA) নিয়ে প্রশ্ন উঠেছিল। সংসদে বিজেপি এমএলএ-রা আমার মা-বোনদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করেছেন। লাইভ ক্যামেরায় এসে বিজেপির মুখপাত্র (BJP Spokesperson) মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন।”
তিনি আরও বলেন, “বিহারের মানুষ সব জানেন। এতদিন ধরে প্রধানমন্ত্রী দেশের বাইরে হাসছিলেন। আর ফিরে এসেই এখন কান্নাকাটি শুরু করে দিলেন!” উল্লেখ্য, বুধবারেই এই নিয়ে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে মন্তব্য করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী। তিনি বলেন, “এটা ইন্ডি-জোটের ক্ষোভের প্রতিফলন”। এছাড়াও, ঘটনার পর প্রথমবার মঙ্গলবার নিজের মায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।
মঙ্গলবার বিহারের সমবায় সমতির অনুষ্ঠানে ‘ভার্চুয়ালি’ উপস্থিত হয়ে মায়ের অপমানের জবাব দিতে গিয়ে একসময় প্রায় গলা বুজে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সঙ্গে চোখের কোনায় জল। অনুষ্ঠানে প্রায় ২০ লক্ষ মহিলা উপস্থিত থাকায় সেটিকেই ক্ষোভ জানানোর মঞ্চ হিসেবে বেছে নেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেইসঙ্গে বলেন, বিহারের নারী শক্তি কোনদিন এই অপমান মেনে নেবে না!