হিমন্তকে যোগীর চাইনিজ ভার্সন বলে কটাক্ষ তেজস্বীর

অসমের মুখ্যমন্ত্রীকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে তুলনা। একযোগে দুই গেরুয়া মুখ্যমন্ত্রীকে কটাক্ষ তেজস্বী যাদবের (Tejashwi Yadav)। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর দাবি, ‘যোগী আদিত্যনাথেক চিনা ভার্সন হলেন হিমন্ত…

অসমের মুখ্যমন্ত্রীকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে তুলনা। একযোগে দুই গেরুয়া মুখ্যমন্ত্রীকে কটাক্ষ তেজস্বী যাদবের (Tejashwi Yadav)। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর দাবি, ‘যোগী আদিত্যনাথেক চিনা ভার্সন হলেন হিমন্ত বিশ্বশর্মা।’

অসম বিধানসভায় নমাজ বন্ধ করেছেন হিমন্ত। গত শুক্রবার উত্তর-পূর্বের ওই রাজ্যের বিধানসভায় শেষ জুম্মার নমাজ পড়া হয়েছে। এর আগে মুসলিম সমাজের বিয়ে নিয়ে কড়া বিধি এনেছে অসম সরকার। কয়েক বছর আগে অসমের অনেক মাদ্রাসা বন্ধ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

   

শুক্রবার বিধানসভায় নমাজ বন্ধের সিদ্ধান্ত নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। এ নিয়ে শনিবার আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ‘হিমন্ত বিশ্বশর্মা কে? তিনি যোগী আদিত্যনাথের চিনা সংস্করণ।’ একইসঙ্গে তিনি আরও বলেন, ‘হিমন্ত বিশ্বশর্মা সস্তায় জনপ্রিয়তা লাভের চেষ্টা করছেন। আমি থাকতে কেউ মুসলিম ভাইদের অধিকার কেড়ে নিতে পারবে না।’

২০১৪ সালে কেন্দ্রে মোদী এবং ২০১৭ সালে উত্তরপ্রদেশে যোগী সরকার প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে সংখ্যালঘু নিগ্রহের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। সেই প্রসঙ্গ টেনেই হিমন্ত বিশ্বশর্মাকে আক্রমণ করেছেন তেজস্বী। তিনি বলেছেন, ‘বিজেপি মুসলিমদের সফট টার্গেট করছে। সবরকম উপায়ে মুসলিমদের হেনস্থা করছে।’

যোগীর সঙ্গে হিমন্তর তুলনা করতে চিনা সংস্করণের উদাহরণ দিয়ে কটাক্ষ করেছেন তেজস্বী। উত্তর-পূর্বের বাসিন্দাদের চাইনিজ বা চিঙ্কি বলে কটাক্ষ করা নিয়ে বিতর্ক আছে। বিভিন্ন সময়ে এ নিয়ে নানা বিতর্ক প্রকাশ্যে এসেছে। এবার খোদ মুখ্যমন্ত্রীকে চাইনিজ বলে কটাক্ষ। সেটাও আবার এক প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর। অদূর ভবিষ্যতে এ নিয়ে রাজনীতির হাওয়া গরম হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।