HomeBharatতেজস্বীই হচ্ছেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রীর মুখ?

তেজস্বীই হচ্ছেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রীর মুখ?

- Advertisement -

 “আপনি বাঁচলে বাপের নাম”, “কেউ পাশে থাক বা না থাক, নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হয়”-এর মত প্রবাদগুলো কার্যত প্রমাণ করে দিলেন তেজস্বী যাদব। কে হবেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রীর মুখ? রবিবার সংবাদমাধ্যমের প্রশ্নটি এড়িয়ে গিয়েছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার মঞ্চে রাহুল, অখিলেশের উপস্থিতিতে ‘নিজেকেই’ “মুখ্যমন্ত্রীর মুখ” বলে ইঙ্গিত দিলেন আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)।

ডায়াসে দাঁড়িয়ে ‘তোয়াক্কা’ না করে জোর গলায় প্রায় ঘোষণাই করে ফেললেন নিজের নাম! তেজস্বীর বক্তব্যে মৌন থাকলেন রাহুল গান্ধী। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদে ভোটার অধিকার যাত্রায় বিগত ১৪ দিন কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল, জনসভা করছেন রাহুল-তেজস্বী। কিন্তু গত রবিবার আরারিয়ায় একটি সাংবাদিক সম্মেলনে মহাজোটের তরফ থেকে মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন প্রশ্নটি কৌশলে এড়িয়ে যান রাহুল।

   

নামোল্লেখ তো দুরস্থ, উল্টে ধোঁয়াশা বাড়িয়ে তিনি বলেন, “আমরা এককাট্টা হয়ে নির্বাচনে লড়ব এবং ফলাফল ভালো হবে”। রাহুলের এই প্রতিক্রিয়াকে অস্ত্র করে মাঠে নেমে পড়ে বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় রাহুলকে “অহংকারী” বলে কটাক্ষ করে তিনি বলেন, “তেজস্বী দালালের মত রাহুলকে অনুসরণ করছেন। বিহারের মানুষ সব বোঝে”।

‘আসল’ বনাম ‘নকল’

বস্তুত, শনিবার আরা জেলার র‍্যালি থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে তোপ দাগেন তেজস্বী যাদব। নীতিশকে “কপি ক্যাট” (Copy cat) বা অনুসরণকারী বলে কটাক্ষ করেন তিনি। তাঁর নীতি এবং ঘোষণা গুলোকেই নকল করে সরকার চালাচ্ছে নীতিশ বলে দাবি করেন তেজস্বী। তারপর জনগণের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, “আসল মুখ্যমন্ত্রীকে চাই না নকলকে?” তাঁর এই বক্তব্য থেকেই আন্দাজ করা যায়, রাহুল গান্ধীর ‘সবুজ সংকেত’ না থাকলেও বিহারে আসন্ন নির্বাচনে নিজেকেই মহাজোটের “মুখ্যমন্ত্রীর মুখ” হিসেবে দেখছেন তেজস্বী।

‘ভোট চুরি’ 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) বিরুদ্ধে নির্বাচন কমিশনের সাহায্যে বিজেপি ‘ভোট চুরি’ (Vote chor) করছে বলে সরব রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোট। গত ১৭ আগস্ট বিহারের সাসারাম থেকে শুরু হয়ে গয়া, নওদা, দ্বারভাঙ্গা, পুনেরা সহ একাধিক জেয়া ঘুরে শনিবার ১৪ তম দিনে পদার্পণ করেছে ভোটার অধিকার যাত্রা। আগামী ১ সেপ্টেম্বর ভোজপুর হয়ে পাটনায় যাত্রা শেষ হওয়ার কথা রয়েছে।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular