বিহার বিধানসভা নির্বাচনে তেজস্বীর অস্ত্র “নতুন রাজনীতি”

পাটনা: আসন্ন বিধানসভা নির্বাচনকে (Bihar assembly election) পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বিহারের শাসক-বিরোধী। পরপর বিহারে জনসভা করে গেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের বাদ নিয়ে স্বচ্ছ নির্বাচনের ডাক দিয়েছে বিজেপি। এনডিএ শরীক শাসকদল সেই পথেই হেঁটে আসন্ন নির্বাচনে নিজেদের আসন টিকিয়ে রাখার লড়াই করছে।

Advertisements

অন্যদিকে, প্রধান বিরোধী দল আরজেডি (RJD) নির্বাচন লড়তে “নতুন রাজনীতি”-কে অস্ত্র করছে। কি এই নতুন রাজনীতি? আরজেডি নেতা তথা বিহারের ইন্ডি জোটের মুখ্যমন্ত্রীর মুখ তেজস্বী আসন্ন নির্বাচনে জাতপাত, ধর্ম নয় বরং বিহারের উন্নয়নকেই লক্ষ্য করে রাজনীতি করবেন বলে সাফ জানিয়ে দিলেন। শুক্রবার বিহার অধিকার যাত্রার ভিডিও, ফটো শেয়ার করে তেজস্বী জানান, বিহারের উন্নয়ন, সমৃদ্ধি এবং শিল্পের” জন্যই তিনি রাজনীতি করবেন।

   

আরজেডি নেতা বলেন, “আমি এখানে নতুন ধরণের রাজনীতি করতে এসেছি। বিহারের মাথাপিছু আয় বৃদ্ধি, উন্নয়ন এবং বিহারের সামগ্রিক সমৃদ্ধিই আমার রাজনীতির মূল উদ্দেশ্য”। প্রসঙ্গত, বিহারের বেকারত্ব, দুর্নীতি, আর্থিক তছরুপী, অপরাধ-এর বিরুদ্ধে বিহার অধিকার যাত্রায় নেমেছেন লালু-পুত্র। রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় যেসব জেলায় যাওয়া বাকি ছিল, সেসব জায়গার মানুষের কাছে পৌঁছে যেতেই এই যাত্রা শুরু করেছেন তিনি।

Advertisements

এর আগে তেজস্বী (Tejaswi Yadav) জানান, “বিহারের বর্তমান সরকারের উপর মানুষ ক্ষুব্ধ। হাজারও মানুষ আমাদের মিছিলে এসে অংশগ্রহণ করছেন।” সেইসঙ্গে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিহারের আসল কোনও সমস্যা দূর করার অভিপ্রায় নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি। তবে এনডিএ শরীক বর্তমান শাসকদল জেডিইউ(JDU)-কে ক্ষমতাচ্যুত করতে তেজস্বীর এই “নতুন রাজনীতি” কতটা কার্যকর হয় তার উত্তর সময় দেবে।