পাটনা: বিহার বিধানসভা নির্বাচনের গণনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছতেই রাঘোপুরে বড়সড় নাটকীয়তা। মহাগঠবন্ধন (এমজিবি)-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং আরজেডি প্রধান তেজস্বী যাদব বর্তমানে রাঘোপুর আসনে পিছিয়ে পড়েছেন। দিনের শুরুতে তিনি এগিয়ে ছিলেন, কিন্তু দুপুরের দিকে ভোটগণনার পালাবদলে পরিস্থিতি বদলে যায়।
১,২৭৩ ভোটে এগিয়ে BJP প্রার্থী
বর্তমানে বিজেপি প্রার্থী সতীশ কুমার ১,২৭৩ ভোটে এগিয়ে রয়েছেন, যা তেজস্বীর জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাঘোপুরে তৃতীয় স্থানে রয়েছেন জন সুরাজ পার্টির চঞ্চল কুমার।
এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রাথমিক ট্রেন্ডে তেজস্বী যাদব একসময় ৮৯৩ ভোটে এগিয়ে ছিলেন, কিন্তু দ্রুতই সেই লিড হাতে থেকে বেরিয়ে যায়।
রাজ্যজুড়ে এনডিএ অর্ধেকের বেশি আসনে লিড করায় জেডিইউ নেতা কে.সি. ত্যাগী এনআইএ-কে জানিয়েছেন, “নির্বাচনের আগেই বলেছিলাম, জেডিইউ প্রায় ৮০টি আসন জিতবে। নীতীশ কুমারের ক্যারিশমাটিক নেতৃত্বেই সেটা সম্ভব হচ্ছে।”
হেরে সবকিছুকে দায়ী করছে Tejashwi Yadav Trailing Raghpur
আরজেডির দাবিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “ওরা বলেছিল বাম্পার জয় হবে। কিন্তু ফলাফল দেখে এখন ইসি, ইভিএম, স্যার—সবকিছুকেই দায়ী করছে।”
রাঘোপুরের এই রুদ্ধশ্বাস লড়াই এখন নজর কেড়েছে গোটা বিহারের রাজনৈতিক অঙ্গনে। একদিকে তেজস্বীর জন্য প্রতীকী ও সম্মানজনক লড়াই, অন্যদিকে এনডিএ-র ধারাবাহিক লিড—ফলাফল চূড়ান্ত হওয়া পর্যন্ত উত্তেজনা তুঙ্গে।


