‘আগে আগে দেখুন কী হয়’, ‘খেলা’ ঘোরানোর জল্পনায় শান তেজস্বীর

কেন্দ্রে সরকার গঠনের আগেই কি ফের ডিগবাজি খেতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)? প্রশ্ন তো তেমনই উঠছে। অন্যদিকে জল্পনা উস্কে দেওয়ার কাজ করেছেন তেজস্বী যাদব। আজ বুধবার সকালে দিল্লি যাওয়ার বিমানে উঠেছিলেন নীতীশ কুমার। ঘটনাক্রমে সেই একই বিমানে ছিলেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)-ও। আর এই নিয়ে শুরু হয়েছে যতরকম জল্পনা। এই বিষয়ে নীতীশ কুমার কিছু না বললেও বিরাট মন্তব্য করেছেন তেজস্বী।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে তাঁর দিল্লিগামী একই বিমানে ভ্রমণের ছবি ভাইরাল হতেই তেজস্বী বলেন, “আমরা পরস্পরকে শুভেচ্ছা জানিয়েছি। বাকি কী হয় তা আগামী দিনে তা দেখতে থাকুন।’ ইন্ডি জোট তাদের সরকারকে কেন্দ্রে রাখার চেষ্টা করবে কিনা জানতে চাওয়া হলে আরজেডির তেজস্বী যাদব বলেন, “একটু ধৈর্য ধরুন। অপেক্ষা করুন এবং দেখুন।”

   

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারের ৪০টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে ৩০টি আসন। অন্যদিকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ পেয়েছে ১২টি আসন। এদিকে লোকসভা ভোটের ফল প্রকাশের পর এনডিএ-র বৈঠকে যোগ দিতে দিল্লি যান নীতীশ কুমার। এদিকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ’ল নীতীশ কুমার এবং তেজস্বী যাদব একই ফ্লাইটে পাটনা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। তারপর থেকেই নানারকম জল্পনা শুরু হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন