বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের উদ্দেশে নতুন আর্থিক প্রতিশ্রুতি ঘোষণা করলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তথা মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ক্ষমতায় এলে বিহারের মহিলাদের জন্য চালু করা হবে ‘মাই বেহন মান যোজনা’, যার আওতায় প্রতি বছর প্রতিটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে ৩০,০০০ টাকা।
তেজস্বীর এই প্রতিশ্রুতি এনডিএ সরকারের ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’-র পাল্টা হিসেবে দেখা হচ্ছে। এনডিএ সরকার ইতিমধ্যেই ওই প্রকল্পের আওতায় রাজ্যের ১ কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে স্থানান্তর করেছে, যাতে তাঁরা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারেন।
‘মাই বেহন মান যোজনা’ ও অর্থনৈতিক ন্যায়বিচারের বার্তা
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী বলেন, “আমরা সরকার গঠন করার পর মকর সংক্রান্তির দিন— অর্থাৎ ১৪ জানুয়ারি— রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এক বছরে ৩০,০০০ টাকা করে জমা করা হবে। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বহু মা-বোনের সঙ্গে কথা বলেছি। তাঁরা সবাই এই প্রকল্প নিয়ে অত্যন্ত আশাবাদী। এই প্রকল্প তাঁদের আর্থিক স্বাধীনতা ও অর্থনৈতিক ন্যায়বিচার এনে দেবে।”
মহাগঠবন্ধনের নির্বাচনী ইস্তাহার অনুযায়ী, ডিসেম্বর ১ তারিখ থেকে মহিলাদের প্রতি মাসে ২,৫০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি ছিল। তবে তেজস্বীর সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, সমগ্র বার্ষিক অর্থ একসঙ্গে মকর সংক্রান্তির দিন অ্যাকাউন্টে জমা হবে।
চাষিদের জন্যও বড় ঘোষণা Tejashwi Yadav Mai Behan Maan Yojana
শুধু মহিলাদের জন্যই নয়, কৃষকদের দিকেও নজর দিয়েছেন তেজস্বী যাদব। তিনি ঘোষণা করেন, ক্ষমতায় এলে রাজ্যের ধানচাষিদের প্রতি কুইন্টালে ৩০০ টাকা এবং গমচাষিদের ৪০০ টাকা করে বোনাস দেওয়া হবে, যা ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) অতিরিক্ত।
দুই দফায় ভোট, ফলাফল ১৪ নভেম্বর
বিহারে ভোট হবে দুই দফায়— ৬ নভেম্বর ও ১১ নভেম্বর। গণনা ও ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।
রাজ্যে নারী ভোটারদের অংশগ্রহণ এবারও অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে ধরা হচ্ছে। ফলে তেজস্বীর এই নতুন প্রতিশ্রুতি ভোটের ময়দানে যে বড় প্রভাব ফেলতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

