পাটনা: বিহারের আসন্ন বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক। বুধবার, ১৩ আগস্ট, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব অভিযোগ তুললেন- নির্বাচন কমিশন (ইসিআই) সরাসরি বিজেপির সঙ্গে যোগসাজশ করে ভোট কারচুপির চক্রান্ত চালাচ্ছে। তাঁর দাবি, আরজেডি নেতাকর্মীদের ক্ষেত্রে দুইটি আলাদা ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড (EPIC) নম্বর দেওয়া হচ্ছে, আর বিজেপি শিবিরে সুবিধাজনকভাবে নতুন ভোটার বানানো হচ্ছে।
ভোটার কার্ডে কারচুপি
প্রেস সম্মেলনে তেজস্বীর অভিযোগ, গুজরাতের মানুষকেও এখন বিহারের ভোটার বানানো হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, “বিজেপি-র গুজরাত প্রভারি ভিখু ভাই দলসানিয়া পাটনার ভোটার হয়েছেন। ২০২৪ সালে গুজরাতে ভোট দিয়েছেন, তবুও পাটনায় তাঁর নাম ভোটার তালিকায় রয়ে গেছে। গুজরাতে নাম মুছে ফেলার পাঁচ বছরও হয়নি, অথচ এখন অন্য রাজ্যে ভোট দিচ্ছেন।”
তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভোট শেষ হলে এই ভোটারদের নাম কোথায় যাবে, তা-ও এক বড় প্রশ্ন। তাঁর অভিযোগ, এটি একেবারেই পরিকল্পিত ষড়যন্ত্র, “বিজেপি ব্যাপকভাবে অসাধু পথে ভোটের কারচুপি করছে, নির্বাচন কমিশন সরাসরি তাতে সহায়তা দিচ্ছে।”
SIR মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন Tejashwi Yadav Bihar election fraud
তেজস্বী জানান, বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া নিয়ে মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। আদালতে এমনকি যাঁদের মৃত দেখানো হয়েছিল, তাঁদের জীবিত অবস্থায় হাজির করা হয়েছে। তাঁর কথায়, “এটি নিছক ভুল নয়, এটি সরাসরি ভোট চুরি। বিজেপির ইঙ্গিতে নির্বাচন কমিশন এই ‘ভোট চুরি’ করছে।”
আরজেডি নেতার দাবি, আগে বিজেপি বিরোধীদের চাপে ফেলতে সিবিআই, ইডি ও আয়কর দফতরের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করত। কিন্তু সেই কৌশল কার্যকর না হওয়ায় এখন নির্বাচন কমিশনকে সামনে আনা হয়েছে। ২০২০ সালের বিহার নির্বাচনে-ও ‘ভোট চুরি’ হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।
নির্বাচন কমিশন বিজেপির হাতের অস্ত্র
তিনি বলেন, “২০২০ সালে আমরা ১০টি আসনে ১২ হাজার ভোটের ব্যবধানে হেরেছিলাম। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে সিসিটিভির সামনে কারচুপি ধরা পড়ায় এবার নির্বাচন কমিশন সরাসরি সিসিটিভিই তুলে দিয়েছে। দেশবাসী সব বুঝে গিয়েছে, নির্বাচন কমিশন এখন বিজেপির হাতের অস্ত্র।”
তেজস্বীর এই অভিযোগে বিহারের রাজনৈতিক অঙ্গন সরগরম। যদিও নির্বাচন কমিশনের তরফে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
Bharat: RJD leader Tejashwi Yadav has accused the Election Commission of India (ECI) of conspiring with the BJP to rig the upcoming Bihar Assembly elections. He alleges widespread voter list fraud, with dual IDs and voters from Gujarat being added.