লোকসভা ভোটের মুখে রান্নার গ্যাস (Cooking Gas Price) নিয়ে বড় প্রতিশ্রুতি দেওয়া হল। মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা করলেন হেভিওয়েট নেতা। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে ও রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য দলের ইস্তেহার প্রকাশ করলেন। আজ শনিবার তিনি আরজেডি অফিসে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং আরজেডির সিনিয়র নেতাদের সাথে ইস্তেহার প্রকাশ করেন।
আজ দেশবাসীকে ২৪টি প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী যাদব। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে চাকরি, মুদ্রাস্ফীতি, দারিদ্র্য ও বেকারত্ব নিয়ে কথা বলে আসছি। কিন্তু প্রধানমন্ত্রী জনসাধারণের সমস্যা ও কাজের দিকে নজর দেন না। তাদের শুধু মনের কথা বলতে হবে। ১০ বছরে বিহারকে কী দিয়েছে ওরা? আপনারা আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করেননি কেন? তারা এসব নিয়ে কথা বলে না, ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য এখানে সেখানে কথা বলে। বিহারের মানুষ খুবই বুদ্ধিমান।”
আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ‘ইন্ডি জোট সরকার গঠিত হলে সারা দেশে এক কোটি মানুষকে সরকারি চাকরি দেওয়া হবে। সারা দেশে ৩০ লক্ষ পদ শূন্য রয়েছে। ইন্ডি জোট তা পূরণ করবে। তবে আমরা ৭০ লাখ পদ তৈরি করব। আপনারা জানেন কর্মসংস্থান, বেকারত্ব সবচেয়ে বড় সমস্যা। বিজেপির লোকেরা বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা সত্যিকারের মানুষ। তারা যা বলে তাই করুন। আগামী ১৫ আগস্ট থেকে চাকরি প্রক্রিয়া শুরু হবে।’
শুধুমাত্র তাই নয়, তেজস্বী যাদব জানিয়েছেন, ‘আসন্ন রাখি বন্ধন থেকে দেশের গরিব মহিলাদের এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি গোটা দেশে গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে ৫০০ টাকা করা হবে। ২০০ ইউনিট বিদ্যুতের হারে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। আমরা বিহারকে বিশেষ মর্যাদা দেব। বিহারকে ১.৬০ লক্ষ কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হবে।’
#WATCH | Patna: RJD leader Tejashwi Yadav says “From 15th August, people will start getting freedom from unemployment. If our Govt comes to power, the process of providing jobs will start from 15th August. On the occasion of Raksha Bandhan, we will provide Rs 1 lakh to our… pic.twitter.com/wri9LADWtM
— ANI (@ANI) April 13, 2024