পাটনা: ভোটমুখী বিহারে শাসক-বিরোধী তর্জমায় উঠে আসছে ‘মহাভারত’। সম্প্রতি আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে “পুত্রস্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র” বলে কটাক্ষ করেছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। এবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে “পিতামহ ভীষ্ম” বলে পাল্টা কটাক্ষ করলেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব।
বিহারে দুর্নীতি, অপরাধ ক্রমশ বাড়ছে বলে কটাক্ষ করে শাসকদল জেডিইউ সহ এনডিএ-কে ফের বিঁধলেন আরজেডি নেতা তথা ইন্ডি জোটের বিহারের মুখ্যমন্ত্রীর মুখ তেজস্বী। বৃহস্পতিবার তিনি বলেন, “বিহারে অপরাধ বাড়ছে আর মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রী সেই অপরাধীদের আশ্রয় দিচ্ছেন।” এরপর নীতিশ কুমারকে কটাক্ষ করে তিনি বলেন, “দুর্নীতির পিতামহ ভীষ্ম হয়ে গেছেন নীতিশ কুমার। অবসরপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে বিহারকে লুটছেন মুখ্যমন্ত্রী।”
আসন্ন নির্বাচনে বিহারের জনগণ এর প্রতিশোধ নেবে বলেও তোপ দাগেন আরজেডি নেতা। উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বলেন, “যারা বিহারের মানুষকে পরিযায়ী শ্রমিকে পরিণত হতে বাধ্য করেছে, বর্তমানে তাঁদের অন্তিম সময় এসে গিয়েছে।” এরপরেই লালু প্রসাদ যাদবকে ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করে উপ-মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন, “ধৃতরাষ্ট্রের মত পুত্রস্নেহে অন্ধ হয়ে বিহারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন লালু প্রসাদ। বিহারীরা এসব মেনে নেবে না”।
এদিন বিহারের দুর্নীতি এবং অরাজকতা নিয়ে শাসকদলকে তোপ দাগার পাশাপাশি সুপ্রিম কোর্ট এসআইআর-এ আধার কার্ডকে স্বীকৃতি দেওয়ায় ধন্যবাদ জানান তেজস্বী যাদব। তিনি বলেন, “এটি আমাদের জন্য বড় জয়। আমরা এসআইআর-এর বিরুদ্ধে নই। তবে যেভাবে নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করছে তার বিরোধিতা করছি”।