নয়াদিল্লি: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ঘিরে এবার তীব্র রাজনৈতিক বিতর্ক (Tej Pratap)। জন শক্তি জনতা দল (JJD)-এর প্রধান এবং প্রাক্তন আরজেডি নেতা তেজ প্রতাপ যাদব প্রকাশ্যে রাহুল গান্ধীকে ‘কাপুরুষ নেতা’ বলে কটাক্ষ করলেন। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজ প্রতাপ বলেন, “রাহুল গান্ধী বলেছেন তিনি অযোধ্যায় গিয়ে রামলালার দর্শন করবেন। কিন্তু এখনও যাননি। কেন যাননি? তিনি তো যেতে পারতেন।”
এই মন্তব্যের সূত্রপাত মূলত প্রাক্তন কংগ্রেস নেতা শাকিল আহমদের এক বিস্ফোরক বক্তব্যকে ঘিরে। শনিবার শাকিল আহমদ অভিযোগ করেন, কংগ্রেসে আদৌ কোনও অভ্যন্তরীণ গণতন্ত্র নেই এবং রাহুল গান্ধী দলের প্রবীণ ও জনপ্রিয় নেতাদের সরিয়ে দিতে চান। তাঁর দাবি, রাহুল গান্ধী এমন নেতাদের সঙ্গে কাজ করতে অস্বস্তি বোধ করেন, যাঁরা তাঁকে ‘বস’ হিসেবে মানতে চান না।
সমবায় সমিতির নির্বাচনের ফল ঘোষণার পর উত্তপ্ত নন্দীগ্রামে, পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শাকিল আহমদ বলেন, “কংগ্রেসে এমন বহু নেতা আছেন, যাঁরা রাজনীতিতে এসেছেন রাহুল গান্ধীর অনেক আগেই। যেদিন রাহুল গান্ধী প্রথম নির্বাচন জেতেন, সেদিন আমি আমার পঞ্চম নির্বাচন জিতেছি। কিন্তু রাহুল গান্ধী তাঁদের সঙ্গে বসতে স্বচ্ছন্দ নন, যাঁরা তাঁকে প্রভু হিসেবে দেখেন না।”
এই মন্তব্যকে পুরোপুরি সমর্থন করে তেজ প্রতাপ যাদব আরও এক ধাপ এগিয়ে কংগ্রেস নেতৃত্বকে কটাক্ষ করেন। কংগ্রেস-আরজেডি জোট ভাঙার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যঙ্গ করে বলেন, “কংগ্রেস আগেই এই কাজটা করা উচিত ছিল। নির্বাচন লড়ে হেরে গেছে। তখনই করা দরকার ছিল, যখন তিনি ‘ফটফটিয়া’ চালাতেন। ফটফটিয়া চালানো আর মুরগা-ভাত রান্নাই তাঁর কাজ।”
উল্লেখযোগ্যভাবে, তেজ প্রতাপ যাদব নিজেও গত কয়েক বছরে একাধিক বিতর্কে জড়িয়েছেন। ২০২৫ সালে একটি ফেসবুক পোস্টে ব্যক্তিগত সম্পর্কের দাবি ঘিরে তুমুল বিতর্কের পর তাঁকে আরজেডি দল ও যাদব পরিবার দু’দিক থেকেই বহিষ্কার করা হয়। সেই ঘটনার রেশ টেনে ফের আলোচনায় আসে তাঁর বৈবাহিক জীবন এবং প্রাক্তন স্ত্রী ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে চলমান বিবাহবিচ্ছেদের মামলা। ঐশ্বর্যা রাই হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দরোগা রায়ের নাতনি।
বহিষ্কারের পরেই তেজ প্রতাপ যাদব নিজের নতুন রাজনৈতিক দল জন শক্তি জনতা দল (JJD) গঠন করেন। সম্প্রতি তিনি দাবি করেন, ভবিষ্যতে আরজেডি তাঁর দলের সঙ্গে একীভূত হবে। এই মন্তব্য আসে ‘দই-চুড়া’ কর্মসূচির পর, যেখানে পাটনায় নিজের বাসভবনে বহুদিন পর ছেলে তেজ প্রতাপের সঙ্গে দেখা করেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। সেই পুনর্মিলন রাজনৈতিক মহলেও নানা জল্পনার জন্ম দিয়েছে।

