পাটনা: বিধানসভা নির্বাচনের (Bihar assembly election) নির্ঘন্ট ঘোষণা হতেই সরগরম বিহারের রাজ্য রাজনীতি। আগামী ১৩ অক্টোবর প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে শনিবার জানিয়েছেন জনশক্তি জনতা দলের (JJD) প্রতিষ্ঠাতা তেজ প্রতাপ (Tej Pratap)। সেইসঙ্গেই এদিন ভাই তেজস্বী সহ আরজেডির বিরুদ্ধে তোপ দাগলেন লালুর জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপ।
সম্প্রতি বিহারে ক্ষমতায় এলে প্রতি ঘরে একটি করে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। তাঁর এই প্রতিশ্রুতির বিরুদ্ধে কটাক্ষ করে তেজ প্রতাপ বলেন, “আগে আরজেডি ক্ষমতায় তো আসুক!” ভোটের দামামা বাজতেই পুরোদমে প্রচারে নেমে পড়েছেন জেজেডি-নেতা তেজ প্রতাপ।
জোট তৈরি এবং নিজের নির্বাচনী আসন নিয়ে কি বললেন তেজ প্রতাপ?
বিহারে নিজেদের জমি শক্ত করতে ইন্ডি জোটের সঙ্গে গাঁঠবন্ধনের ইচ্ছা প্রকাশ করেছিলেন আসাদউদ্দিন ওয়েইসি। কিন্তু লালু, তেজস্বী বা রাহুল গান্ধীর কাছ থেকে কোনও সদুত্তর না মেলায় শনিবার তিনি বিহারের ১০০ তি আসনে একাই লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।
তেজ প্রতাপ (Tej Pratap) কি ওয়েইসির সঙ্গে জোট করতে ইচ্ছুক? জিজ্ঞেস করা হলে জেজেডি নেতা বলেন, “সব দলের সঙ্গেই এই বিষয়ে আলোচনা চলছে। ঠিক সময়ে সবাই সবকিছু জানতে পারবেন”। আসন্ন বিধানসভা নির্বাচনে কোন আসন থেকে লড়বেন তা-ও এদিন সাফ জানিয়ে দেন তেজ প্রতাপ। তিনি বলেন, “আমি আগেও বলেছি যে নিজের পুরনো আসন মহুয়া থেকেই লড়ব”।