HomeBharatখুদে পড়ুয়ার ওপর শিক্ষকের বর্বরতা!

খুদে পড়ুয়ার ওপর শিক্ষকের বর্বরতা!

- Advertisement -

বেঙ্গালুরু: খুদে ছাত্রের (Student) ওপর শিক্ষকের (Teacher) পশু-সুলভ আচরণ! সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওয় নেটিজেনদের নিন্দার ঝড়! যেখানে দেখা যাচ্ছে, কর্ণাটকের চিত্রদুর্গ জেলার নয়াকানহাট্টিতে অবস্থিত শ্রীগুরু থিপ্পেরুদ্রস্বামীর আবাসিক বেদ স্কুলের এক শিক্ষক পড়ুয়াকে লাথি মারছেন। প্রহার থেকে বাঁচতে কাকুতি-মনিতি করছে ওই বছর পাঁচেকের শিশুটি। তবুও লাথি, মারধোর থামাচ্ছেন না শিক্ষক।

শিক্ষকের নাম বীরেশ হিরেমাথ বলে জানা গিয়েছে। ছাত্রের অপরাধ, সে তাঁর ঠাকুমার সঙ্গে মোবাইলে কথা বলছিল। ঘটনাটি প্রায় ৮ মাস আগে ঘটলেও সম্প্রতি সমাজমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে নয়াকানহাট্টি-পুলিশ।

   

চিত্রদুর্গের পুলিশ সুপার রঞ্জিত কুমার বলেন, “কালাবুর্গিতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযোগ দায়ের করা হয়। বীরেশকে আদালতে হাজির করা হবে। তদন্তের পর আরও বিস্তারিত জানানো হবে।”

এদিকে একরত্তির ওপর শিক্ষকের (Teacher) বর্বরোচিত আচরণের পর নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। আবাসিক স্কুলে ছাত্রদের ওপর অত্যাচারের ঘটনা প্রায়শই সামনে উঠে আসে। অনেক অভিভাবকই তাই নিজের সন্তানকে আবাসিক স্কুলে পাঠাতে দ্বিধাবোধ করেন। অভিভাবকদের চিন্তা এই ভিডিও ফের বাড়িয়ে দিয়েছে কর্ণাটকের এই ঘটনা। জানা গিয়েছে, ঘটনার পরেই ওই ছাত্রদের আবাসিক স্কুল থেকে বদলি করিয়ে দেয় তাঁর পরিবার।

প্রসঙ্গত, ১৪ অক্টোবর কর্ণাটকেই একটি বেসরকারি স্কুলে একই ধরণের ঘটনা ঘটে। সুনকাডাকাট্টের মাগাদি রোডে অবস্থিত একটি বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণীর পড়ুয়ার ওপর স্কুল কর্তৃপক্ষের মারধোরের অভিযোগ সামনে আসে।

ছাত্রের মা অভিযোগ করেন, অধ্যক্ষ রাকেশ কুমার এবং শিক্ষিকা চন্দ্রিকা তাঁর ছেলেকে পিভিসি পাইপ দিয়ে মারধর করেছেন এবং সন্ধ্যা পর্যন্ত তাকে একটি ঘরে আটকে রেখেছেন। পুলিশ অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করার পর জামিনে মুক্তি দেয়। কর্মকর্তারা দাবী করেন যে অনিয়মিত উপস্থিতির কারণে তাঁরা শিশুটিকে মারধর করেছিলেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular