HomeBharatআর কালোবাজারি নয়! তৎকাল বুকিংয়ে এবার OTP যাচাই মাস্ট, কবে থেকে লাগু?

আর কালোবাজারি নয়! তৎকাল বুকিংয়ে এবার OTP যাচাই মাস্ট, কবে থেকে লাগু?

- Advertisement -

তাৎকাল (Tatkal) কোটার টিকিট বুকিংয়ে দালালচক্রের অপব্যবহার এবং স্বচ্ছতার অভাব দূর করতে এবার বড় পদক্ষেপ নিল সেন্ট্রাল রেলওয়ে (CR)। রেলওয়ে কর্তৃপক্ষ বুধবার ঘোষণা করেছে যে, নির্বাচিত কিছু ট্রেনে তাৎকাল টিকিটের জন্য আগামী ৬ ডিসেম্বর থেকে OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) ব্যবস্থা চালু করা হবে। এর লক্ষ্য হলো নিশ্চিত করা যে, শুধুমাত্র প্রকৃত ও বৈধ যাত্রীরাই যেন জরুরি সংরক্ষণের এই সুবিধাটি গ্রহণ করতে পারেন।

কীভাবে কাজ করবে নতুন OTP সিস্টেম?

নতুন এই পদ্ধতিটি তাৎকাল টিকিট বুকিংয়ের সমস্ত মাধ্যমে কার্যকর হবে। এটি কম্পিউটারাইজড প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS) কাউন্টার, অনুমোদিত এজেন্ট এবং ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC) ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ—সব ক্ষেত্রেই প্রযোজ্য।

   

পদ্ধতিটি হবে নিম্নরূপ: Tatkal Ticket OTP Verification CR

বুকিংয়ের সময়: টিকিট বুক করার সময় যাত্রীর দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে।

টিকিট ইস্যু: সেই ওটিপি সফলভাবে যাচাই (verification) করা হলেই তবে টিকিট ইস্যু করা হবে।

সেন্ট্রাল রেলওয়ের আধিকারিকরা জানিয়েছেন, এই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে টিকিট বিক্রিতে স্বচ্ছতা ও সুরক্ষা বৃদ্ধি পাবে, অপব্যবহার কঠোরভাবে দমন করা যাবে এবং তাৎকাল কোটা প্রকৃত জরুরি প্রয়োজনে ব্যবহৃত হবে।

কোন কোন রুটে নতুন নিয়ম কার্যকর?

এই নতুন প্রমাণীকরণ ব্যবস্থাটি পরীক্ষামূলকভাবে ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে:

১ ডিসেম্বর থেকে কার্যকর: পুনে-হায়দরাবাদ শতাব্দী এক্সপ্রেস (Pune-Hyderabad Shatabdi Express)-এ এটি ইতিমধ্যেই চালু হয়েছে।

৫ ডিসেম্বর থেকে কার্যকর: ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT)-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)-এর ক্ষেত্রে।

৬ ডিসেম্বর থেকে কার্যকর: দুরন্ত (Duronto) এবং বন্দে ভারত (Vande Bharat) পরিষেবা সহ মোট ১৩টি ট্রেনে এই ব্যবস্থা একযোগে বাস্তবায়িত হবে।

সেন্ট্রাল রেলওয়ে যাত্রীদের প্রতি কঠোর বার্তা দিয়েছে যে, কোনও রকম অসুবিধা এড়াতে তাৎকাল বুকিংয়ের সময় যেন তাঁরা অবশ্যই সঠিক এবং সক্রিয় মোবাইল নম্বর প্রদান করেন। কারণ, OTP ভেরিফিকেশন ছাড়া টিকিট মিলবে না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular