টাটানগর: চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলায় টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসের দুটি কোচে আগুন লেগে মৃত্যু হলো এক যাত্রীর। সোমবার ভোরে এলামানচিলি রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের জেরে ট্রেনের বি-১ (B1) এবং বি-২ (B2) কোচ দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।
ঘটনাটি ঠিক কী ঘটেছিল?
রেল সূত্রে জানা গেছে, সোমবার রাত ১টা নাগাদ ট্রেনটি যখন এলামানচিলি স্টেশনের কাছাকাছি ছিল, তখন লোকো পাইলট হঠাৎ একটি কোচে আগুনের শিখা দেখতে পান। বিপদ বুঝে তিনি তৎক্ষণাৎ ট্রেনটি থামিয়ে দেন। গভীর রাতে ট্রেনের ভেতরে আগুন দেখে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন। দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় অধিকাংশ যাত্রীকে নিরাপদে বের করে আনা সম্ভব হলেও, দুর্ভাগ্যবশত বি-১ কোচ থেকে একজনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়।
হতাহতের বিবরণ
মৃত যাত্রীর নাম চন্দ্রশেখর সুন্দরম বলে শনাক্ত করা হয়েছে। রেল আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় একটি কোচে ৮২ জন এবং অন্যটিতে ৭৬ জন যাত্রী ছিলেন। মৃত ব্যক্তি ছাড়া বাকি সমস্ত যাত্রী সুরক্ষিত আছেন বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।
রেলের তৎপরতা
আগুন যাতে ট্রেনের বাকি অংশে ছড়িয়ে না পড়ে, সেজন্য অগ্নিকাণ্ড কবলিত বি-১ ও বি-২ কোচের পাশাপাশি পার্শ্ববর্তী এম-১ (M1) কোচটিকেও দ্রুত বিচ্ছিন্ন করে দেওয়া হয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত কোচ দুটি বাদ দিয়ে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এবং বাকি যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে।
তদন্তের নির্দেশ
কীভাবে এই আগুন লাগল, তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে, তবে সঠিক কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
