বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে ভারতীয় বামপন্থীদের খুব মিল: তসলিমা

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin) সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করে বলেছেন, বাংলাদেশের ইসলামি মৌলবাদী ও জঙ্গিদের সঙ্গে ভারতের তথাকথিত বামপন্থী ও সেকুলার বুদ্ধিজীবীদের দৃষ্টিভঙ্গিতে…

Taslima Nasrin

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin) সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করে বলেছেন, বাংলাদেশের ইসলামি মৌলবাদী ও জঙ্গিদের সঙ্গে ভারতের তথাকথিত বামপন্থী ও সেকুলার বুদ্ধিজীবীদের দৃষ্টিভঙ্গিতে যথেষ্ট মিল রয়েছে।

তসলিমার মতে, এই দুই গোষ্ঠীই মুসলমানদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু হিন্দুদের দুর্দশা তাদের চোখে পড়ে না। তিনি লিখেছেন, “তারা প্রতিবেশী হিন্দুদের দুর্দশা দেখবে না, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের জন্য কেঁদে বুক ভাসাবে।”

   

তিনি আরও অভিযোগ করেন, এই দুই পক্ষই জঙ্গি কর্মকাণ্ডের পক্ষে বিভিন্ন যুক্তি দাঁড় করায়। “তারা মুসলিম জঙ্গিদের রক্ষা করতে নানা কৌশল অবলম্বন করে এবং ইসলামি মৌলবাদী আইনকেও সমর্থন জানায়,” বলেন তসলিমা।

তসলিমা আরও জানান, তিনি ইসলামের কট্টরপন্থার সমালোচনা করেন বলেই তাকে ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী বা আরএসএস-এর সমর্থক বলা হয়। তিনি লিখেছেন, “তারা আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে, আমাকে বিজেপির লোক, আরএসএসের দালাল, সংঘী বা হিন্দুত্ববাদী বলে চিহ্নিত করে। কিন্তু তাদের এ ধরনের দাবির পক্ষে কোনো প্রমাণ নেই।”

তিনি আরও ব্যাখ্যা করেন, “ইসলামী মৌলবাদের বিরুদ্ধে কথা বললেই যদি আরএসএস-এর সমর্থক হয়ে যাই, তাহলে মানবতার পক্ষে দাঁড়ানোর জায়গা কোথায়? হিন্দুত্ববাদীদের পক্ষ না নিয়েও যে ইসলামী মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যায়, সেটা তারা বুঝতে চায় না, অথবা স্বীকার করতে চায় না।”

তসলিমার মতে, মানবতার স্বার্থে কিছু মানুষ অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু এই মৌলবাদী ও বামপন্থী গোষ্ঠীগুলি তাদের বিরুদ্ধে কুৎসা রটনায় ব্যস্ত থাকে।

তসলিমা নাসরিনের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন ফেলেছে। কেউ তার বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ কড়া ভাষায় সমালোচনা করেছেন। তবে বিতর্কিত বিষয় নিয়ে তসলিমার খোলামেলা মন্তব্য নতুন নয়। এর আগেও তিনি ধর্মীয় মৌলবাদ ও নারীবিদ্বেষী আইনের বিরুদ্ধে সরব হয়েছেন, যার ফলে তাকে নির্বাসিত জীবন যাপন করতে হচ্ছে।