যৌথভাবে পুরস্কার পেয়ে তসলিমাকে প্রতারণা নোবেল-ভোগী ইউনূসের

taslima-nasrin-allegations-muhammad-yunus-nobel-prize-controversy

নয়াদিল্লি: ইউনুস ঘোরতর নারীবিদ্বেষী। তার সঙ্গে নোবেল পুরস্কার প্রাপ্তি নিয়ে করেছেন মারাত্মক জোচ্চুরি। ঠিক এমনটাই অভিযোগ করেছেন বিখ্যাত সাহিত্যিক তসলিমা নাসরিন। তসলিমা বরাবরই বাঁধ ভাঙা। কোনো বাধা ধরা নিয়ম ধর্মের পরাকাষ্ঠাতে তাকে বাঁধা যায়নি। সবসময়েই অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তাই তিনি বিতর্কিত। এবার তিনি সরাসরি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল জয়ী মহম্মদ ইউনূসের বিরুদ্ধে নোবেল জোচ্চুরির অভিযোগ তুলেছেন।

Advertisements

ঘটনাটা এই রকম যে মোঃ ইউনুস এবং তসলিমা বেগম যৌথভাবে পেয়েছিলেন শান্তির নোবেল পুরস্কার। অর্থাৎ নোবেলের এক হাফ পেয়েছিলেন ইউনুস, আরেক হাফ পেয়েছিলেন তসলিমা। সাহিত্যিক তসলিমা অভিযোগ করেছেন আধা নোবেলের মালিক হয়েও পুরো নোবেলের সম্মান বছরের পর বছর ধরে একাই ভোগ করেছেন ইউনুস।

   

জাতিগত সংরক্ষণ নিয়ে মন্তব্য করে বিতর্কে জগৎগুরু

তসলিমা আরও অভিযোগ করেছেন নোবেল পুরস্কার পেয়েছেন বলে আরও নানা রকম পুরস্কারে তাঁকে ভূষিত করা হয়। কিন্তু কাউকে তিনি মনে করিয়ে দেননি যে তিনি একা নন, তাঁর সঙ্গে একজন নারীও পেয়েছিলেন নোবেল। স্পষ্টতই তসলিমা তার এই অভিযোগের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন যে মহম্মদ ইউনুস শুধু মাত্র একজন নারী বিদ্বেষী নন, তিনি একই সঙ্গে ক্ষমতা লোভী।

তসলিমা অভিযোগ করেছেন যে নোবেলের স্বাদ একাই ভোগ করবেন বলে তিনি হাপিস করে দিয়েছেন তাঁর নোবেলের সঙ্গিনীকে। মানুষ ভুলেই গিয়েছে তসলিমা বেগমের কথা। তসলিমা সরাসরি ইউনুসকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অভিযোগ শানিয়েছেন যে ইউনুস তসলিমা বেগমকে গ্রামীণ ব্যাংক থেকে ঘাড় ধরে বের করে দিয়েছেন।

Advertisements

নিজেকে আলোয় রেখে, অঢেল সম্পদের ভেতর রেখে দারিদ্রের অন্ধকার খাদে ছুড়ে ফেলে দিয়েছেন তসলিমাকে। এখন তসলিমা অচেনা মানুষের মতো বেঁচে আছেন। কেউ জানে না তিনি যে ইউনুসের মতো অর্ধেক নোবেল পেয়েছিলেন, তিনিও যে নোবেল-বিজয়ী।

তসলিমা তার পোস্টে লিখেছেন “পুরুষ যখন নারীবিদ্বেষী এবং চরম পুরুষতন্ত্রে বিশ্বাসী, তখন নারীর প্রতিভাকে তারা যে করেই হোক আড়াল করতে চায়, আর নিজের যৎসামান্য প্রতিভাকেও ঢোল বাজিয়ে জানিয়ে দেয়। এই ষড়যন্ত্রে ইউনুস খুবই পারদর্শী।” তসলিমার এই পোস্টে সরব হয়েছেন বুদ্ধিজীবী মহল এবং নেটিজেনরা। তারাও তসলিমার এই অভিযোগের সপক্ষে দাঁড়িয়ে বলেছেন যে ইউনূসের কর্মকান্ড দেখলেই বোঝা যায় যে তসলিমা যে অভিযোগ করেছেন তা মোটেই মিথ্যে নয়।

ইউনূসের ক্ষমতার লোভ প্রকাশ পেয়েছে তার ভারত বিরোধী এজেন্ডায়। যে এজেন্ডায় তিনি গ্রেটার বাংলাদেশের মানচিত্র তুলে ডেভহেন পাকিস্তান এবং তুরস্কের হাতে। সেই মানচিত্রে রয়েছে ভারতের উত্তর-পূর্ব ভারত। তারা আরও বলেছেন যে সর্বোপরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কি ধরণের ষড়যন্ত্র তিনি করেছেন তা সকলেরই জানা। এখন তিনি এই মহিলা প্রধানমন্ত্রীকে ফাঁসি কাঠে ঝুলিয়ে নিজেই ক্ষমতায় থেকে যেতে চান। সুতরাং তসলিমার এই অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।