TAMILNADU: বাজি কারখানায় বিস্ফোরণ, জীবন্ত ঝলসে মৃত ৯

তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।মৃত কমপক্ষে ৯ জন। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।আজ, সোমবার তামিলনাড়ুর আরিয়ালুর জেলায় থাকা বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। তীব্র…

short-samachar

তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।মৃত কমপক্ষে ৯ জন। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।আজ, সোমবার তামিলনাড়ুর আরিয়ালুর জেলায় থাকা বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তাতে মানুষজন রীতিমতো ভয় পেয়ে যান। মুহূর্তের মধ্যে ঝলসে যান কারখানার কর্মীরা।

   

স্থানীয়রা জানান, আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আগুনে ঝলসে কাতরাতে দেখেন একাধিক কর্মীকে। দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায়। আরিয়ালুর এবং পেরামবালুর জেলা থেকে দমকলবাহিনী ছুটে যায়। তারপর দেহগুলি সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে ৯ জনের মৃত্যু হয়। আর আশঙ্কাজনক পাঁচজনকে তাঞ্জাভুর সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। একসঙ্গে এতজন মানুষের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, বাজি কারখানা যে বিস্ফোরণ হয়েছে তার তীব্রতা এতটাই ছিল যে, এলাকা কেঁপে ওঠে। এই বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।এছাড়া কারখানার মধ্যে থাকা পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।স্থানীয় অনুষ্ঠান এবং মন্দিরে পুজোপার্বণ উপলক্ষ্যে এখানে বাজি তৈরী হচ্ছিল। সেখানেই আগুন লেগে যায়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ৩ লক্ষ টাকা, গুরুতর জখমদের ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।