নিউজ ডেস্ক: করোনাজনিত পরিস্থিতিতে দেড় বছরেরও বেশি সময় বন্ধ ছিল স্কুল (school)। সম্প্রতি ফের স্কুল খুলতে শুরু করেছে। কিন্তু স্কুলে এসে আর বাড়ি ফেরা হল না তিন ছাত্রের (student)। শুক্রবার সকালে স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল তিন ছাত্রের। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন।
শুক্রবার সকালে তামিলনাড়ুর তিরুনেলভেলি ( tiruneliveli district of Tamil Nadu) জেলার স্ক্যাফটর উচ্চ বিদ্যালয়ে (skaftor high school) এই দুর্ঘটনা ঘটেছে। মৃত তিন ছাত্রই ছিল অষ্টম শ্রেণির পড়ুয়া। দেওয়াল ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকল কর্মীরা ছুটে আসেন। শুরু হয় উদ্ধারকাজ।
পুলিশ জানিয়েছে, শুক্রবার স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। দেওয়ালের নিচ থেকে ছয় ছাত্রকে বের করেন। হাসপাতালে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিন ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে দু’জনের নাম সঞ্জয় এবং বিশ্বরঞ্জন। তৃতীয় ছাত্রের নাম এখনও জানা যায়নি।
মৃত ছাত্রদের সহপাঠীরা জানিয়েছে, এদিন স্কুল চলাকালীন ওই ছয় জন শৌচালয় গিয়েছিল। সে সময় আচমকাই বিকট শব্দে শৌচালয়ের একটি দেওয়াল ওই ছাত্রদের উপর ভেঙে পড়ে। গুরুতর জখম ওই ছয় ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজনের চিকিৎসা চলছে। দুই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।
কী কারণে শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ল তা তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তারা বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে।
অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, স্কুল ভবনটি বেশ পুরনো। করোনাজনিত কারণে প্রায় দেড় বছর স্কুল বন্ধ ছিল। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্যই শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও স্কুল খোলার আগে পুরো স্কুল ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল। এমনকী, রঙের প্রলেপও পড়ে ছিল দেওয়ালে। এদিনের দুর্ঘটনার পর ফের স্ক্যাফটার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে।