“বাবা যেও না”, মেয়ের নিষেধের কয়েক মিনিট পরেই বিস্ফোরণে প্রাণ গেল দর্জির!

শ্রীনগর: সোমবার লালকেল্লার ভয়াবহ বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সমগ্র দেশজুড়ে। এরই মাঝে শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ ভয়ংকর বিস্ফোরণে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ শ্রীনগরের নওগাম থানা (Nowgam blast)। ঘটনায় মৃত ৯ জনের মধ্যে ছিলেন ৫৭ বছরের এক দর্জি (Tailor)।

Advertisements

ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরকের ভান্ডার থেকে নমুনা সংগ্রহ করে শনিবার নওগাম থানায় ব্যাগে রাখছিলেন পুলিশ এবং ফরেন্সিক দলের আধিকারিকরা। সেই ব্যাগগুলি সেলাই করার জন্য ডাকা হয়েছিল মহম্মদ শাফি শেখ নামক ওই দর্জিকে। রাত ৯ টা নাগাদ রাতের খাবার খেতে শফি শেখ বাড়ি ফিরলে তাঁর মেয়ে বলেছিল “বাবা যেও না”। কিন্তু ‘পুলিশের কাজ’ শেষ করতে মেয়ের কাতর আর্জি অমান্য করতে গিয়েই ‘শেষ’ হয়ে যান শফি শেখ।

   

ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার হয় দর্জির দেহ

বিস্ফোরণের পর কার্যত ধংসস্তুপে পরিণত হয় নওগাম থানা (Nowgam blast)। ধ্বংসস্তূপের মধ্যে তখন মৃতদেহগুলি শনাক্ত কড়াই দুঃসাধ্য। প্রায় কয়েকঘন্টা খোঁজাখুঁজির পর ধ্বংসস্তূপের মধ্যে শফি শেখের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর ঘটনা শফির মেয়ে-স্ত্রীকে জানাতে পারেনি তাঁর পরিবার।

শফি শেখের এক আত্মীয় তারিক আহমেদ বলেন, “পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন শফি শেখ। পুলিশদলের সঙ্গে যুক্তও ছিলেন না তিনি। এখন তাঁর মৃত্যুর পর কীভাবে সংসার চলবে এই নিয়েই দুশ্চিন্তায় তাঁর পরিবার”।

Advertisements

ওই আত্মীয় প্রশ্ন তুলেছেন, “পুলিশবাহিনীতে কল সারানো বা অন্যান্য কাজের জন্য যখন কর্মী নিয়োগ করা হতে পারে, তাহলে দর্জির (Tailor) জন্য কেন কোনও পদ থাকবে না। শফি যদি পুলিশ দলের অংশ হতেন, তাহলে অন্তত এখন তাঁর পরিবারকে আর্থিকভাবে চিন্তা করতে হত না”। শোকাহত পরিবারটি জয়গাও থানাটিকে জনবসতি থেকে দূরে স্থানান্তরিত করার দাবী তুলেছে।

ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ওমর আব্দুল্লাহ

নওগাম থানা বিস্ফোরণ কান্ডে (Nowgam blast) শনিবার পর্যন্ত প্রায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন, রাজ্য তদন্তকারী দলের ১ জন অফিসার, ৩ জন ফরেন্সিক বিশেষজ্ঞ, জম্মু কাশ্মীর পুলিশের অপরাধ দমন শাখার ২ জন চিত্রশিল্পী, রাজস্ব দফতরের ২ জন আধিকারিক ও দর্জি (Tailor) শফি।

মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। আহত ২৯ পুলিশ, ২ রাজস্ব দফতরের আধিকারিক ও ৩ জন সাধারণ নাগরিককে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়েছে।