Tahawwur Rana Extradited to India
নয়াদিল্লি: ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসবাদী হামলার অন্যতম মূল অভিযুক্ত তাহাউর হুসেইন রানা অবশেষে ভারতে পা রাখলেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে করে আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে দিল্লি আনা হয়। দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাঁকে জাতীয় তদন্ত সংস্থা (NIA)-র হেফাজতে নেওয়া হয়৷ কড়া নিরাপত্তায় তাকে তিহাড় জেলে স্থানান্তর করা হয়েছে।
মার্কিন আদালতে শেষ লড়াই হেরে ভারতে প্রত্যর্পণ Tahawwur Rana Extradited to India
৬৪ বছরের তাহাউর রানা কানাডার নাগরিক হলেও তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। দীর্ঘদিন আমেরিকার লস অ্যাঞ্জেলসে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন। আমেরিকার আদালতে একাধিকবার প্রত্যর্পণ ঠেকানোর চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত সফল হননি। গত মাসে তাঁর সর্বশেষ আবেদন খারিজ করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। এরপরই ভারত সরকারের উদ্যোগে বিশেষ বিমানে তাঁকে ভারতে আনা হয়।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে আজ বিকেলে দিল্লি পৌঁছায়।
তিহাড়ে কঠোর নিরাপত্তা, এনআইএ-র জেরা শুরু Tahawwur Rana Extradited to India
দিল্লি বিমানবন্দর থেকে সরাসরি রানাকে নিয়ে যাওয়া হয় তিহাড় কেন্দ্রীয় কারাগারে। রাখা হয়েছে একটি বিশেষ উচ্চ-নিরাপত্তা ওয়ার্ডে, যেখানে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। এনআইএ ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে, যারা রানাকে জিজ্ঞাসাবাদ করবে।
সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই রানাকে দিল্লির পাটিয়ালা হাউস আদালতের বিশেষ এনআইএ কোর্টে পেশ করা হতে পারে। সেখানেই তাঁর বিরুদ্ধে ভারতীয় আইনে আনুষ্ঠানিক বিচার শুরু হবে।
ডেভিড হেডলির সঙ্গী, মুম্বই হামলার ছায়া পরিকল্পক Tahawwur Rana Extradited to India
তাহাওয়ার রানা ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ডেভিড কোলম্যান হেডলির ব্যবসায়িক সহযোগী। হেডলিই ২৬/১১ হামলার আগে একাধিকবার মুম্বই সফরে এসে হামলার টার্গেটগুলির রেকি করেন। পরবর্তীকালে আমেরিকার হাতে ধরা পড়ার পর হেডলি জবানবন্দিতে রানার নাম প্রকাশ করেন। তাঁর অভিযোগ, রানা লস্কর-ই-তইবার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রেখে হামলার পরিকল্পনায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।
২৬/১১: ইতিহাসের অন্যতম ভয়াবহ হামলা Tahawwur Rana Extradited to India
২০০৮ সালের ২৬ নভেম্বর রাত। পাকিস্তান থেকে জলপথে মুম্বই শহরে ঢুকে পড়ে লস্কর-ই-তইবার ১০ জন জঙ্গি। তিন দিন ধরে চলে নরকযজ্ঞ। হামলার লক্ষ্য ছিল ছত্রপতি শিবাজি টার্মিনাস, তাজ হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট, লিওপল্ড ক্যাফে, নরিমান হাউস সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গা। মৃত্যু হয় ১৬৬ জনের, আহত হন ৩০০-র বেশি।
জঙ্গিদের মধ্যে ৯ জন ঘটনাস্থলেই নিহত হয় পুলিশের গুলিতে। একমাত্র জীবিত ধৃত ছিল আজমল আমির কাসব। ২০১২ সালে তাঁকে ফাঁসি দেওয়া হয় পুনের ইয়েরওয়াড়া জেলে।
বিচার শুরু, নজরে নতুন তথ্য Tahawwur Rana Extradited to India
এনআইএ জানিয়েছে, রানার কাছ থেকে আরও তথ্য উঠে আসতে পারে যা এখনও অজানা। তাঁর জবানবন্দি ও সংশ্লিষ্ট প্রমাণ ভারতের দীর্ঘদিনের তদন্তে বড় ধাপ হতে পারে।
তদন্তকারী সংস্থাগুলির মতে, ২৬/১১ মামলার বিচার পর্বে এ যেন এক নতুন মোড়। এক যুগেরও বেশি সময় পরে মুম্বই হামলার পেছনের বড় মাথাদের বিরুদ্ধে ভারতের হাতে আরও প্রমাণ তুলে দেওয়ার পথ খুলছে।
Bharat: Tahawwur Rana, accused in the 2008 Mumbai attacks, extradited to India from the U.S. under tight security. NIA takes custody as he lands in Delhi. Know the full details of his legal battle, extradition process, and security measures at Tihar Jail.