উত্তরপ্রদেশের পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথ বাদ? সংসদে ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ? এই প্রশ্নে তীব্র বিতর্ক শুরু হল সংসদে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সরাসরি প্রশ্ন…

Tagore story removed from UP textbook

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ? এই প্রশ্নে তীব্র বিতর্ক শুরু হল সংসদে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সরাসরি প্রশ্ন করতেই অস্বস্তিতে পড়ে কেন্দ্র।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এড়িয়ে গিয়ে বলেন, “ওটা উত্তরপ্রদেশ সরকার জানে।” উত্তরে বিস্মিত ঋতব্রতর পাল্টা প্রশ্ন,“বিশ্বকবি পাঠ্যবইতে আছেন কি না, তা জানে না ডবল ইঞ্জিন সরকার?” তাঁর অভিযোগ, “আসলে রবীন্দ্রনাথকে ভয় পায় বিজেপি।”

   

‘হোম কামিং’ গল্প বাদ দেওয়ার অভিযোগ

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, উত্তরপ্রদেশ বোর্ড অফ এডুকেশন দ্বাদশ শ্রেণির ইংরেজি পাঠ্যক্রম থেকে রবীন্দ্রনাথের লেখা “হোম কামিং” (বাংলায় “ছুটি” গল্পের ইংরেজি অনুবাদ) বাদ দিয়েছে। লিখিত প্রশ্নের মাধ্যমে তিনি জানতে চান, এই সিদ্ধান্ত আদৌ সত্যি কি না এবং হলে তার বিস্তারিত কারণ কী।

কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জবাবে জানানো হয়, “কোনও লেখা অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাজ্যের শিক্ষা বোর্ডই নেয়।” অর্থাৎ বিষয়টি উত্তরপ্রদেশ সরকারের উপরেই ছেড়ে দিল কেন্দ্র।

Advertisements

তৃণমূল সাংসদের অভিযোগ Tagore story removed from UP textbook

কেন্দ্রের এমন অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঋতব্রত বলেন, “যাঁর সামনে সারা বিশ্ব মাথা নত করেছে, সেই রবীন্দ্রনাথকে ভয় পায় বিজেপি। সেই কারণেই ডবল ইঞ্জিন সরকার ইচ্ছাকৃতভাবে বাংলা ও বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।”

পুরনো বিতর্কের পুনরাবৃত্তি

উল্লেখ্য, এর আগেও ২০২১ সালে উত্তরপ্রদেশের পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথ বাদ? সংসদে প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্রএকই বিতর্কের সূত্রপাত হয়েছিল। অভিযোগ ওঠে, উত্তরপ্রদেশ বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম থেকে রবীন্দ্রনাথের “ছুটি” গল্প বাদ দেওয়া হয়েছে। যোগী সরকারের সময় থেকে এই শ্রেণিগুলিতে এনসিইআরটি-র সিলেবাস চালু হয়। অভিযোগ, সেখান থেকেই বাদ পড়ে যায় রবীন্দ্রনাথের লেখা।

Bharat: A major controversy erupts in Parliament as a TMC MP alleges the removal of Rabindranath Tagore’s story “The Home-Coming” from a Class 12 textbook in Uttar Pradesh. The central government deflects, sparking a heated debate.