৪০০০০ ফুট উচ্চতায় সেলিব্রেশনে মাতলেন ভারতের অনুরাগীরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে ভারত। শুধু দেশেই নয়, গোটা বিশ্বেই ছড়িয়েছিটিয়ে থাকা মেন-ইন-ব্লুর ফ্যানেরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এরই মধ্যে দেখা গেল, ৪০০০০ ফুট…

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে ভারত। শুধু দেশেই নয়, গোটা বিশ্বেই ছড়িয়েছিটিয়ে থাকা মেন-ইন-ব্লুর ফ্যানেরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এরই মধ্যে দেখা গেল, ৪০০০০ ফুট উচ্চতায় ভারতের বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন হল। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। 

ভিনমরা লঙ্গানি নামের এক ব্যক্তির শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, লন্ডনগামী ভিস্তারা বিমানের যাত্রীরা বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয় উদযাপন করছেন। লঙ্গানি জানিয়েছেন, ভিডিয়োটি তাঁর এক বন্ধু তাঁকে পাঠিয়েছিল। তাঁর বন্ধু ওই বিমানে ছিলেন এবং নিজের ল্যাপটপে ম্যাচটি লাইভ দেখছিলেন।

   

ভিস্তারা বিমানের যাত্রী হরদীপ সিং (ভিডিয়োটি রেকর্ড করেন ইনি) অন-ফ্লাইট ওয়াই-ফাই পরিষেবা এবং নির্বিঘ্নে লাইভ ম্যাচ স্ট্রিমিংয়ের জন্য বিমান সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।

 

শনিবার টসে জিতে ব্যাটিং নেয় রোহিত শর্মার ভারত। বিরাটের দুর্দান্ত ৭৬, অক্ষর ৪৭, শিবম দুবের ২৭ রানের সৌজন্যে ২০ ওভাবে ১৭৬ রান করে রোহিত ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৯ রানে থমকে যায় দক্ষিণ আফ্রিকা। ৩ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে দুর্দান্ত ভারতের সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

শুধু বিশ্বকাপ জয়ই নয়, আরও অনেক রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া

যশপ্রীত বুমরাহও বল হাতে কেরামতি দেখান। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নেন বুমরাহ। কুইনটন ডি কক (৩৯ রান), স্টাবস (৩১ রান), হেনরিখ ক্লাসেন (৫২ রান), ডেভিড মিলার (২১ রান) জমিয়ে দিয়েছিলেন ম্যাচ। কিন্তু তা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। ডেথ ওভারে অনবদ্য বোলিংয়ের সৌজন্যে ম্যাচ পকেটে পোরে টিম ইন্ডিয়া।

এই প্রথম অপরাজিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল কোনও দেশ। এ বার বিশ্বকাপে কোনও ম্যাচ হারেনি ভারত। ফাইনাল সহ সমস্ত ম্যাচে জয় পেয়েছে তারা। কেবলমাত্র গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির জন্য বাতিল বলে ঘোষণা করা হয়। দু’দলের মধ্যে সমানভাবে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়।

রবীন্দ্র ভবনের সংস্কারে ১১১ কোটি বিজেপি সরকারের